সালমান হত্যায় বিচার: সাক্ষাৎকারে আপত্তি-আক্ষেপে ভেঙে পড়লেন মা নীলা চৌধুরী
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০২:০৮ দুপুর
ছবি: সংগৃহিত
চিত্রনায়ক সালমান শাহের হত্যার বিষয়টি সামনে আনতে গিয়ে আবেগের বাঁধ টুড়ে পড়লেন তাঁর মা নীলা চৌধুরী। এক সম্প্রতি দেয়া সাক্ষাৎকারে তিনি বারবার কাঁদতে কাঁদতে বলেন, যারা তার ছেলে হত্যা করেছে, তাদের বিচার দাবি করছেন তিনি।
নীলা চৌধুরী কাঁদতে কাঁদতে বলেন, “আমার ছেলেকে যারা মেরে ফেলেছে, তাদের শাস্তি চাই। আমার চরিত্রহানি করা হয়েছে, তারচেয়ে বরং আমাকে মারাই হোক, রাস্তায় ও আমাকে মেরে ফেলুক; সেটা আমার কাছে অনেক সুন্দর লাগত।” এ কথা বলতেই তিনি আবেগাপ্লুত হয়ে পড়ে দীর্ঘক্ষণ কাঁদেন।
তবে তিনি একই সঙ্গে আশাবাদও ব্যক্ত করেন বিচারপথে তিনি শেষ পর্যন্ত ন্যায়ের আশায় আছেন। “এখন আর কোনো স্কোপ নেই, আদালত স্পষ্ট করেছে এটি হত্যা। তাদের শাস্তি নিশ্চিত হওয়া উচিত,” দেন তিনি মন্তব্যে।
আসামিরা যদি দেশ ছাড়েও পালিয়ে যায়, তবুও নীলা মনে করেন, তাদের অনুপস্থিতিতেও বিচার চলবে এবং তারা সারাজীবন ‘আসামি’ হিসেবে খ্যাত হবেন। তিনি বলেন, “সারাবিশ্বের প্রবাসী বাঙালি ভাই-বোনেরা ন্যায়ের পক্ষে আমার সঙ্গে আছেন। কুয়েত, কাতার, দুবাই, ফ্রান্স সবখান থেকে ফোন করে সমর্থন জানাচ্ছেন।”
শ্রদ্ধার সঙ্গে মৃত সন্তানের স্মৃতিকে তিনি জীবিত রেখেছেন নীলা বলেন, “আমি ২৯ বছর ধরে ছেলের জন্য তাহাজ্জুদ পড়েছি, দোয়া করেছি। আল্লাহর কাছে আমার মায়ের দোয়া কবুল হবে, এবং রায়ে প্রমাণ মিলেছে যে তাকে হত্যা করা হয়েছে। আমার ছেলে বেহেশতে যাবে।”
সাক্ষাৎকারের এক প্রশ্নে তিনি জানান, যদি সালমান তাকে “মা” না করে ডেকে থাকতেন, তাহলে সামিরা কীভাবে তাকে “আম্মা” বলতো, এ কথায়ও নীরবতা ও ব্যথা মেশানো অনুভূতি স্পষ্ট ছিল।
নীলা চৌধুরীর কণ্ঠে মিশেছিল শোক, ক্ষোভ ও বিচারপ্রতীক্ষার তীব্র আবেদন সামাজিক সহমর্মিতা ও ন্যায়বিচারের প্রত্যাশায় তিনি আজো অনড় থাকার সংকল্প ব্যক্ত করেছেন।
বাংলাধারা/এসআর
