ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

সালমান শাহ হত্যার আসামিদের গ্রেপ্তারের দাবিতে যশোরে মশাল মিছিল

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ০৪:০৯ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ হত্যার বিচার দাবিতে যশোরে অনুষ্ঠিত হয়েছে মশাল মিছিল। মঙ্গলবার সন্ধ্যায় শহরের মণিহার সিনেমা হলের সামনে সালমান শাহ ভক্তদের ব্যানারে ‘কাঠেরপুল যুব সংঘ’-এর উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।

মশাল হাতে নিয়ে সালমানপ্রেমীরা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং ‘সালমান শাহ হত্যার বিচার চাই’, ‘খুনিদের গ্রেপ্তার করো’, ‘সালমানের রক্ত বৃথা যেতে দেব না’, এমন নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মিছিল শেষে তারা মণিহার সিনেমা হলের সামনে মোমবাতি প্রজ্বালন করে প্রয়াত নায়কের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

ভক্তরা বলেন, “সালমান শাহ শুধু একজন নায়ক ছিলেন না, তিনি ছিলেন একটি প্রজন্মের অনুভূতি। আমরা তাঁর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও প্রকৃত খুনিদের সর্বোচ্চ শাস্তি চাই।”

বাংলা চলচ্চিত্রে এক যুগান্তকারী তারকা হিসেবে আবির্ভূত হয়েছিলেন সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, মাত্র ২৫ বছর বয়সে তাঁর মৃত্যু ঘটে। সে সময় ধারণা করা হয়, তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু সালমানের পরিবার ও ভক্তরা শুরু থেকেই দাবি করে আসছেন, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যা।

দীর্ঘ ২৯ বছর পর তাঁর মৃত্যুকে ঘিরে নতুন করে হত্যা মামলা দায়ের হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের করা মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে আছেন সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন।

মামলার খবর প্রকাশের পর থেকেই দেশের বিভিন্ন স্থানে সালমানপ্রেমীরা ন্যায়বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন। যশোরের এই মশাল মিছিল সেই দাবিরই প্রতিধ্বনি, প্রমাণ করে, সালমান শাহ এখনও বেঁচে আছেন তাঁর কোটি ভক্তের হৃদয়ে।

বাংলাধারা/এসআর