ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

সত্য ঘটনার ছায়ায় নির্মিত ‘ট্রাইব্যুনাল’ এক ছবিতে তানিয়া, মৌসুমী, সায়রা ও নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: নভেম্বর ০৩, ২০২৫, ০৪:০৪ দুপুর  

ছবি: সংগৃহিত

সত্য ঘটনার অনুপ্রেরণায় চট্টগ্রামে শুরু হয়েছে নতুন বাংলা সিনেমা ‘ট্রাইব্যুনাল’-এর শুটিং। কোর্টরুম ড্রামা ঘরানার এই সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি আলোচিত মামলা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হচ্ছে এ চলচ্চিত্র, যেখানে থাকবে ন্যায়বিচার, নৈতিকতা ও রায়ের পেছনের অজানা রাজনীতির গল্প।

চলচ্চিত্রটিতে একসঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সায়রা আক্তার। নতুন সংযোজন হিসেবে দর্শকদের চমক দিতে যোগ দিচ্ছেন নুসরাত ফারিয়া। বিষয়টি নিশ্চিত করে পরিচালক রায়হান খান বলেন, “গল্পটিই এখানে মুখ্য চরিত্র। সত্য ঘটনার ওপর ভিত্তি করে তৈরি এই কোর্টরুম ড্রামায় প্রতিটি চরিত্রের আলাদা গুরুত্ব আছে। গল্পের প্রয়োজনেই নুসরাত ফারিয়াকে নেওয়া হয়েছে, তাঁকে দর্শক এক বিশেষ চরিত্রে দেখতে পাবেন।”

পরিচালক আরও জানান, গত ৮ অক্টোবর থেকে চট্টগ্রামে সিনেমার শুটিং শুরু হয়েছে। সেখানে কয়েকটি গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণের পর দলটি ঢাকায় ফিরবে, যেখানে রাজধানী ও এফডিসিতে হবে বাকি অংশের চিত্রায়ন। সবকিছু ঠিক থাকলে ‘ট্রাইব্যুনাল’ আগামী বছরের ঈদে মুক্তি পাবে বলে পরিকল্পনা রয়েছে।

চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, আদর আজাদ, রাকিব হোসেন ইভান, সাবেরি আলম ও মিলন ভট্টাচার্য।

ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধের গল্পে নির্মিত এই চলচ্চিত্রের মাধ্যমে রায়হান খান সামাজিক বাস্তবতার এক সাহসী দিক তুলে ধরতে চান। তাঁর ভাষায়,“প্রতিটি মামলার রায়ের পেছনে থাকে অসংখ্য না-বলা গল্প। ‘ট্রাইব্যুনাল’ সেই নীরব সত্যগুলোকেই পর্দায় ফুটিয়ে তুলবে।”

সব মিলিয়ে ‘ট্রাইব্যুনাল’ হতে যাচ্ছে এমন এক সিনেমা, যা কেবল বিনোদন নয়, দর্শককে ভাবাবে, প্রশ্ন তুলবে, আর হয়তো সমাজের অন্তর্নিহিত কিছু সত্যের মুখোমুখি দাঁড় করাবে।

বাংলাধারা/এসআর