পরমব্রত, জয়া ও আবীরের ‘পুতুলনাচের ইতিকথা’ এবার হইচই-তে
প্রকাশিত: নভেম্বর ০৯, ২০২৫, ০৭:৪৩ বিকাল
ছবি: সংগৃহিত
দুই বাংলার পরিচিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত সিনেমা ‘পুতুলনাচের ইতিকথা’ এবার ঘরে বসেই দেখার সুযোগ মিলবে। ১৪ নভেম্বর থেকে বাংলাদেশের দর্শকরা এটি ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে দেখতে পারবেন।
সিনেমার গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের একই নামে লেখা উপন্যাসকে আধুনিক প্রেক্ষাপটে উপস্থাপন করে। মূল উপন্যাসের সময়কালকে সামান্য পরিবর্তন করে ত্রিশের শেষ ভাগ থেকে চল্লিশের শুরু পর্যন্ত যুগের প্রেক্ষাপটে গল্প সাজানো হয়েছে।
কুসুম চরিত্রে জয়া আহসান, আর শশী ও কুমু চরিত্রে অভিনয় করেছেন যথাক্রমে আবীর চট্টোপাধ্যায় ও পরমব্রত চট্টোপাধ্যায়। এছাড়া আরও আছেন অনন্যা চট্টোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় এবং শান্তিলাল মুখোপাধ্যায়।
আগের সিনেমা ‘বিসর্জন’ ও ‘বিজয়া’-র মতো এবারও জয়া ও আবীরের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকদের মন মাতাবে। বিশেষভাবে বাংলাদেশের দর্শকরা এবার ঘরে বসেই এই রসায়ন উপভোগ করতে পারবেন।
সিনেমার প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসান আগেই জানিয়েছিলেন, “বাংলাদেশের দর্শক যদি এই সিনেমা দেখার সুযোগ পান, আমি সত্যিই খুশি হব। মানিক বন্দ্যোপাধ্যায়ের সাহিত্য বাংলাদেশেও গভীরভাবে অনুভব করা যাবে।”
এদিকে, বাংলাদেশের ওটিটি দর্শকদের জন্য সম্প্রতি জয়ার আরও একটি সিনেমা ‘ফেরেশতে’ মুক্তি পেয়েছে। এটি বাংলাদেশের ও ইরানের যৌথ প্রযোজনায় তৈরি। সিনেমায় ঢাকা শহরের এক রিকশাচালক স্বামী এবং গার্মেন্টসে চাকরি করা তার স্ত্রীর জীবন সংগ্রামের গল্প ফুটে উঠেছে।
স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন সুমন ফারুক ও জয়া আহসান। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, রিকিতা নন্দিনী শিমু ও শাহীন মৃধা।
বাংলাধারা/এসআর
