শ্রেয়ার কণ্ঠে মুগ্ধ নোরা ফাতেহি, বললেন,‘তিনি যেন হাঁটতে থাকা অটো-টিউন!
প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৫, ০২:৪১ দুপুর
ছবি: সংগৃহিত
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার প্রশংসার ফুলঝুরি ছুড়েছেন ভারতের কিংবদন্তি কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষালের প্রতি। নিজের খোলামেলা মন্তব্যে শ্রেয়ার কণ্ঠকে তুলনা করেছেন “হাঁটতে থাকা অটো-টিউন”-এর সঙ্গে, অর্থাৎ এমন এক নিখুঁত সুরেলা কণ্ঠ, যিনি প্রযুক্তির সাহায্য ছাড়াই নিখুঁত সঙ্গীত পরিবেশন করতে পারেন।
সম্প্রতি আন্তর্জাতিক তারকা সিয়ারা’র পরিচালিত এক জনপ্রিয় পডকাস্টে অতিথি হিসেবে যোগ দেন নোরা ফাতেহি। সেখানে তাকে জিজ্ঞেস করা হয়, “বলিউড সংগীতের নতুন শ্রোতাদের কোন শিল্পীর গান দিয়ে শুরু করা উচিত?” প্রশ্ন শুনেই নোরা এক মুহূর্ত না ভেবে উত্তর দেন,“শ্রেয়া ঘোষাল! তিনি এক আইকন, এক কিংবদন্তি।”
নোরা আরও বলেন, “আমি নিজেও শ্রেয়ার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি ‘ওহ মামা তেতেমা’ গানটিতে। শ্রেয়া হিন্দি অংশটি গেয়েছিলেন। আমি সত্যি বলতে ভয় পেয়েছিলাম, কারণ আমি গায়িকা নই—আমি একজন ভাইবইস্ট। কিন্তু শ্রেয়া যেন জাদুকরী কণ্ঠের অধিকারী, একেবারে ভোকাল ম্যাজিশিয়ান।”
শ্রেয়া ঘোষালকে নোরা শুধু এক গায়িকা নয়, বরং বলিউডের আবেগ ও সংস্কৃতির প্রতীক হিসেবেও বর্ণনা করেছেন। তার ভাষায়, “যে কেউ যদি সত্যিকারের বলিউড সংগীতকে বুঝতে চায়, তার শ্রেয়াকে শোনা উচিত। তিনি সংগীতের মাধ্যমে ভারতীয় আবেগের এক জীবন্ত রূপ।”
উল্লেখ্য, পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী শ্রেয়া ঘোষাল দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সংগীতাঙ্গনের শীর্ষে অবস্থান করছেন। অন্যদিকে, মরক্কো বংশোদ্ভূত নোরা ফাতেহি এখন শুধু বলিউডেই নয়, আন্তর্জাতিক সংগীত অঙ্গনেও নিজের অবস্থান পোক্ত করেছেন। তাঁর সাম্প্রতিক গান ‘ওহ মামা তেতেমা!’ ইতিমধ্যেই ইউটিউবে ৬ কোটি ভিউ অতিক্রম করেছে, যেখানে শ্রেয়া ঘোষালের কণ্ঠে গাওয়া অংশটিই নোরা’র ভাষায়,“গানটির আত্মা।”
বাংলাধারা/এসআর
