শ্রেয়া ঘোষালের কনসার্টে বিশৃঙ্খলা, আহত একাধিক দর্শক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৫, ০২:৫৯ দুপুর
ছবি: সংগৃহিত
ভারতের ওড়িশা প্রদেশের কটকের বালি যাত্রা গ্রাউন্ডে শনিবার অনুষ্ঠিত জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। গায়িকার আগমনের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে উপস্থিত হন।
শো চলাকালীন সময়ে দর্শকের ভিড়ে হঠাৎ গোলমাল শুরু হয়, যা দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অতিরিক্ত ভিড়ের চাপ ও ধাক্কাধাক্কির কারণে পরিস্থিতি ভয়াবহ রূপ নেয়। ঘটনায় দু’জন দর্শক জ্ঞান হারান এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে পুলিশ জানায়, এই ঘটনায় এখনও কোনো মৃত্যুর খবর নেই।
কনসার্ট চলাকালীন মঞ্চের সামনেই ভিড়ের চাপের কারণে ব্যারিকেড ভেঙে যায়। পছন্দের গায়িকার কাছে পৌঁছানোর তাগিদে দর্শকরা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। পরিস্থিতি সামাল দিতে মাঠে নামে পুলিশ এবং প্রয়োজন হয় লাঠিচার্জের।
পুলিশ জানিয়েছে, ভিড় এতটাই ঘন ছিল যে সাময়িকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তবে পরবর্তী সময়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
উল্লেখযোগ্য, শ্রেয়া ঘোষালের কনসার্টে ঘটে যাওয়া এই বিশৃঙ্খলা আগের আল্লু অর্জুন বা থালাপতি বিজয়ের অনুষ্ঠানের পরিস্থিতিকে মনে করিয়ে দিয়েছে।
বাংলাধারা/এসআর
