ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

সৌদি আরবে দীঘির রুমে পরিচ্ছন্নতাকর্মীর লেখা চিঠি

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০১:৫৯ দুপুর  

ছবি: সংগৃহিত

কাজের জন্য বর্তমানে সৌদি আরবের রিয়াদে থাকা জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি হঠাৎ একটি ছোট চিরকুট দেখে আবেগাপ্লুত হয়েছেন। হোটেলের রুমে দীঘির অনুপস্থিতিতে এক পরিচ্ছন্নতাকর্মী লেখা সেই চিঠি রেখে গেছেন।

চিঠিতে লেখা ছিল, “আপু, আপনার সঙ্গে দেখা করতে পারব?”। এই সরল আবেদনে দীঘি রীতিমতো মুগ্ধ হয়েছেন।

দীঘি সামাজিক মাধ্যমে জানান, “সকালে রিসেপশনে বলেছিলাম আমার রুমটা পরিষ্কার করে রাখতে। অনেক কেনাকাটা করে ফিরে এসে দেখি টেবিলে একটা ছোট চিরকুট রাখা। সম্ভবত যিনি রুম ক্লিন করেছিলেন, তিনি বাঙালি। এই ডিজিটাল যুগে কেউ এভাবে দেখা করতে চাচ্ছে, এটা খুব মিষ্টি লাগলো।”

তিনি আরও বলেন, “এই ছোট্ট নোটের মাধ্যমে নতুন করে উপলব্ধি করলাম, ভালোবাসা এখনও চিঠিতে বসবাস করে। আমার এমন ভক্তদের জন্য আমি নিজেকে আরও দায়িত্বশীল মনে করি। তাদের ভালোবাসা আজীবন চলুক।”

বর্তমানে সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে ষষ্ঠ ‘রিয়াদ সিজন’, যার অংশ হিসেবে ‘বাংলাদেশ কালচার’ মঞ্চে দীঘি ও শিল্পী আসিফ আকবর, মনির খানসহ আরও অনেকে উপস্থিত আছেন। দীঘি এই আন্তর্জাতিক আয়োজনের মঞ্চ মাতাতে প্রস্তুত।

দীঘির পোস্টে মডেল ও অভিনেত্রী বারিশা হক মন্তব্য করেছেন, “অবশ্যই দেখা করা উচিত।” পাশাপাশি অন innumerable ভক্ত-অনুরাগীরাও তাদের ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছেন।

বাংলাধারা/এসআর