সামান্থা রুথ প্রভু রাজ নিদিমোরুর সঙ্গে ঘরোয়া বিয়ের গুঞ্জন, নিশ্চিত করলেন নিজেই
প্রকাশিত: ডিসেম্বর ০১, ২০২৫, ০৩:৩১ দুপুর
ছবি: সংগৃহিত
দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও নির্মাতা রাজ নিদিমোরুর সম্পর্ক নিয়ে চলমান গুঞ্জনের পরিপ্রেক্ষিতে নতুন খবর প্রকাশ করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। সোমবার সকালে খবর শোনা গেছে, সামান্থা নিজেই ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন, তিনি দ্বিতীয় বিয়ে সেরে ফেলেছেন।
হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়াডটকমসহ একাধিক সূত্র জানাচ্ছে, বিয়ের অনুষ্ঠান সম্পূর্ণ ঘরোয়া ও সীমিত অতিথি—মোট ৩০ জন। তামিলনাড়ুর একটি মন্দিরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে সামান্থা লাল শাড়ি পরেছিলেন, যা ঐতিহ্য ও আধ্যাত্মিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।
রোববার রাতে সামান্থার বিয়ের গুঞ্জন আরও জোরালো হয় রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী দের ইনস্টাগ্রামে রহস্যময় স্টোরি পোস্টের মাধ্যমে। সেখানে তিনি লিখেছেন, “অত্যধিক মরিয়া মানুষ মরিয়া কাজই করে।” অনুরাগীরা তা সরাসরি সামান্থা ও রাজের বিয়ের সঙ্গে যুক্ত করেছেন।
অন্যদিকে, ফিল্মিবিট জানিয়েছে, সামান্থা ও রাজ নিদিমোরুর বিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে হয়নি। তবে আজ সন্ধ্যায় কোয়েম্বাটোরের ইশা যোগা সেন্টারে ছোট পরিসরে অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে।
২০২৪ সালের শুরু থেকেই এই জুটি নিয়ে নানা কানাঘুষো শোনা যাচ্ছে। সামান্থা ও রাজ একাধিকবার একসঙ্গে দেখা গেছে এবং সামান্থা সোশ্যাল মিডিয়ায়ও রাজকে নিয়ে মুহূর্ত শেয়ার করেছেন। একই সঙ্গে তারা একসাথে কাজও করেছেন,‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ২-এ রাজ নির্মাতা হিসেবে কাজ করেছেন, আর সামান্থা সেখানে অভিনয় করেছেন। এছাড়া ‘সিটাডেল: হানি মনি’ প্রজেক্টেও তাদের যৌথ কাজের খবর রয়েছে।
সামান্থার প্রথম বিয়ে ছিল ২০১৭ সালে দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে। ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে। চার বছর পর নাগা চৈতন্য পুনরায় বিয়ে করেন। সামান্থা দীর্ঘদিন মানসিক আবসাদে ভুগেছেন। এরপর চলতি বছরের শুরু থেকে রাজের সঙ্গে প্রেমের গুঞ্জন ওঠে এবং একসময় তারা নতুন অধ্যায় শুরু করার সিদ্ধান্ত নেন।
বাংলাধারা/এসআর
