ঢাকা, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

মেয়েদের সহ্যশক্তি অবিশ্বাস্য: বিক্রান্ত মাসেই

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: ডিসেম্বর ০৩, ২০২৫, ০৪:১২ দুপুর  

ছবি: সংগৃহিত

বলিউড অভিনেতা বিক্রান্ত মাসেই ও তার স্ত্রী শীতল ঠাকুর এ বছর প্রথমবারের মতো সন্তানের বাবা-মা হয়েছেন। ছেলে বরদানকে ঘিরে এখন তাদের সংসারে বইছে নতুন আনন্দের হাওয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন, বাবা হওয়ার অনুভূতি ও স্ত্রী শীতলের প্রতি তার গভীর শ্রদ্ধা সম্পর্কে খোলামেলা কথা বলেন ‘টুয়েলফথ ফেল’ খ্যাত এই তারকা।

বিক্রান্ত জানান, বাবা হিসেবে সন্তানের সঙ্গে তিনি অনুভব করেন গভীর বন্ধন। কিন্তু একজন মায়ের ভূমিকা যে কতটা অসীম,তার প্রকৃত উপলব্ধি হয়েছে সন্তানের জন্মের সময়। তিনি বলেন,
“শীতলকে ৩০ ঘণ্টা ধরে প্রসবযন্ত্রণা সহ্য করতে দেখেছি। সত্যিই মেয়েরা অনেক কিছু সহ্য করে। তার সেই যন্ত্রণার মুহূর্তগুলো আমাকে স্তব্ধ করে দিয়েছিল।”

আবেগাপ্লুত বিক্রান্ত আরও জানান,“আমি শীতলকে দশ বছর ধরে চিনি। ছোট, প্রাণবন্ত মেয়েটাকে দেখেছি ধীরে ধীরে এক অসাধারণ মা হয়ে উঠতে। তার গর্ভাবস্থার প্রতিটি পরিবর্তন কাছ থেকে দেখেছি। কিন্তু সন্তান জন্মের সময় তার শক্তি আর ধৈর্য আমাকে নতুন করে ভাবতে শিখিয়েছে।”

পরিবার গড়ার স্বপ্ন তার দীর্ঘদিনের। সেই স্বপ্ন পূরণ হয়েছে শীতলের সঙ্গে পরিচয়ের পর। বিক্রান্ত বলেন,
“সঠিক মানুষটিকে পাশে পাওয়ার পর কখনো কমিটমেন্ট নিয়ে দ্বিধা হয়নি। শীতলের সঙ্গেই আমার পরিবার পাওয়ার ইচ্ছা পূরণ হয়েছে।”

বিক্রান্ত ও শীতল ২০১৫ সাল থেকে একে অপরকে চেনেন। দীর্ঘ দিনের প্রেমের পর ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের আইনি বিয়ে সম্পন্ন হয়। তিন দিন পর, সামাজিক রীতিতে সাত পাকে বাঁধা পড়েন এই জনপ্রিয় জুটি।

ছেলে বরদানকে কোলে পাওয়ার পর তাদের জীবন এখন ভরে উঠেছে নতুন দায়িত্ব, ভালোবাসা আর অগাধ কৃতজ্ঞতায়।

বাংলাধারা/এসআর