হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে নচিকেতা, শারীরিক অবস্থা স্থিতিশীল
প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৫, ০৩:৩৭ দুপুর
ছবি: সংগৃহিত
পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শনিবার রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে ৬১ বছরের এই গায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল।
চিকিৎসকদের বরাত দিয়ে আনন্দবাজারসহ স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার রাত দুইটার দিকে বুকে অস্বস্তি অনুভব করলে নচিকেতাকে দ্রুত হাসপাতালে আনা হয়। তাঁর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়ে, যার কারণে বুকে দুটি স্টেন্ট বসানো হয়েছে। আপাতত বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নচিকেতার কন্যা ধানসিঁড়ি চক্রবর্তী জানিয়েছেন, “বাবার শরীর সাধারণত ভালোই ছিল। সম্প্রতি তিনি অনেক অনুষ্ঠান করেছেন। হঠাৎ অসুস্থ হওয়ায় আমরা দ্রুত হাসপাতালে নিয়ে যাই, যার কারণে বড় কোনো ঝুঁকি হয়নি। হার্টের সমস্যা ছিল, তবে এখন আগের থেকে অনেকটাই সুস্থ।”
নচিকেতার অসুস্থতার কারণে আজ রোববার আসানসোলে হওয়া অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এছাড়া, আগামী কয়েক দিনের সমস্ত অনুষ্ঠানও স্থগিত রাখা হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, নচিকেতার স্বাস্থ্য পরিস্থিতি লক্ষ্য করা হচ্ছে এবং ধাপে ধাপে স্বাভাবিক জীবনযাত্রায় ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর
