সংযুক্তা দাস হয়ে আবারও রহস্যভেদে ফিরছেন কঙ্কনা সেন শর্মা
প্রকাশিত: ডিসেম্বর ০৯, ২০২৫, ০২:১৯ দুপুর
ছবি: সংগৃহিত
ভারতীয় অভিনয়দুনিয়ায় বহুমাত্রিক চরিত্রে নিজস্ব স্টাইল ও অভিনয়নৈপুণ্যে আলাদা পরিচিতি গড়ে তুলেছেন কঙ্কনা সেন শর্মা। চলচ্চিত্র, ওয়েব সিরিজ কিংবা থিয়েটার, যে মাধ্যমেই তিনি হাজির হন, চরিত্র যেন তাঁর শরীর-মন জুড়ে এক নতুন রূপ পায়। এবার সেই কঙ্কনাই ফিরছেন তাঁর বহুল প্রশংসিত ভূমিকায়,এসিপি সংযুক্তা দাস হয়ে।
রহস্য-রোমাঞ্চভরা থ্রিলার সিরিজ ‘সার্চ: দ্য নয়না মার্ডার কেস’-এর কেন্দ্রবিন্দুতেই ছিলেন তীক্ষ্ণ মেধা, ঠাণ্ডা মাথার তদন্ত ও মানবিক বোধে পরিপূর্ণ কর্মকর্তা সংযুক্তা দাস। প্রথম সিজন মুক্তির পর থেকেই সিরিজটি দর্শক ও সমালোচকদের দৃষ্টি কাড়ে। কঙ্কনার অভিনয়ের গভীরতা, নুয়ান্স ও আবেগপ্রবণ মুহূর্তগুলো চরিত্রটিকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে শেষ পর্বের কয়েক মিনিটে তাঁর চোখেমুখের তীব্র অভিব্যক্তি পুরো গল্পকে নতুন মোড়ে নিয়ে যায়, দর্শক তখন থেকেই অপেক্ষায় দ্বিতীয় সিজনের।
অপেক্ষার শেষেই এলো শুভ সংবাদ। নির্মাতারা নিশ্চিত করেছেন, দ্বিতীয় সিজনের নেতৃত্বেও থাকছেন কঙ্কনা সেন শর্মাই। শুধু ফিরছেন না, বরং পুরো সিজনের ঘটনা প্রবাহ, মনস্তাত্ত্বিক টানাপড়েন ও তদন্তের গতি নির্ধারণে তিনিই থাকবেন মূল শক্তি।
ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, তিনি ইতোমধ্যে নতুন সিজনের চিত্রনাট্য হাতে পেয়েছেন। সংযুক্তা দাসের জগতে আরও গভীরভাবে ঢোকার জন্য শুরু করেছেন বিশেষ প্রস্তুতি ও রিহার্সাল সেশন। আগামী এপ্রিল থেকেই কলকাতা, দার্জিলিং এবং মুম্বাইয়ের বিভিন্ন লোকেশনে দ্বিতীয় সিজনের শুটিং শুরু হবে।
প্রথম সিজন যেখানে থেমেছিল, দ্বিতীয় সিজন গল্পকে সেখান থেকে আরও জটিল, তীক্ষ্ণ এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতির দিকে নিয়ে যাবে। ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেকেই লিখেছেন, “সংযুক্তা দাস মানেই কঙ্কনা, অন্য কাউকে ভাবাই যায় না!”
সব কিছু পরিকল্পনামাফিক চললে, আগামী বছরের শেষ দিকে মুক্তি পেতে পারে সিরিজটির দ্বিতীয় সিজন। দর্শকদের প্রত্যাশা, রহস্য, রোমাঞ্চ আর কঙ্কনার অভিনয় আবারও তাদের নিঃশ্বাস আটকে দেবে।
বাংলাধারা/এসআর
