বাবু-দীপা-সেলিমকে নিয়ে ফিরছে ‘স্কুল গ্যাং’-এর তৃতীয় সিজন
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০১:০৬ দুপুর
ছবি: সংগৃহিত
দেশীয় ওয়েব কনটেন্টের জগতে দর্শকপ্রিয় সিরিজগুলোর তালিকায় ‘স্কুল গ্যাং’ এখন একটি পরিচিত নাম। প্রথম ও দ্বিতীয় সিজনের সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে সিরিজটির তৃতীয় সিজন। নতুন এই অধ্যায়ের সবচেয়ে বড় চমক- ফজলুর রহমান বাবু, দীপা খন্দকার ও শহীদুজ্জামান সেলিমের মতো গুণী অভিনয়শিল্পীদের যুক্ত হওয়া।
নির্মাতা আর্থিক সজীব জানান, ‘স্কুল গ্যাং’-এর তৃতীয় সিজন আগের দুই সিজনের তুলনায় অনেক বড় পরিসরে নির্মিত হয়েছে। সম্প্রতি প্রকাশিত ট্রেলারেই সেই পরিবর্তনের স্পষ্ট আভাস মিলেছে। ইউটিউবে ট্রেলার প্রকাশের পরপরই দর্শকের ব্যাপক সাড়া পাওয়া গেছে, অল্প সময়ের মধ্যেই এটি ট্রেন্ডিং তালিকায় জায়গা করে নেয়।
এই সিজনে প্র্যাংক কিং দলের সাথী, মিরাজ, শান্ত, লামহা, রাফসান ও রাজসহ পরিচিত মুখগুলো থাকছেন আগের মতোই। পাশাপাশি নতুন চরিত্রে যুক্ত হয়েছেন মান্নাত মুন্না ও প্রত্যয় হিরোণ, যা গল্পে যোগ করেছে ভিন্ন মাত্রা।
নির্মাতা আর্থিক সজীব বলেন, এই সিজনে নতুনত্ব আনাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। গল্পের বিন্যাস, লোকেশন নির্বাচন থেকে শুরু করে প্রতিটি দৃশ্যে আমরা পরিবর্তনের চেষ্টা করেছি। দর্শক এমন অনেক কিছু দেখতে পাবেন, যা আগের সিজনগুলোতে ছিল না।
তিনি আরও বলেন, সিরিজটি মুক্তির আগেই যেভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে, তাতে আমরা আশাবাদী- প্রকাশের দিন ‘স্কুল গ্যাং সিজন ৩’ দর্শকদের জন্য আরও বড় চমক নিয়ে আসবে।
সব মিলিয়ে পরিচিত গল্পের ভেতর নতুন মুখ, নতুন ক্যানভাস আর বড় আয়োজন- ‘স্কুল গ্যাং’-এর তৃতীয় সিজন যে ওয়েব দর্শকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে উঠতে যাচ্ছে, সে ইঙ্গিত মিলছে আগেভাগেই।
বাংলাধারা/এসআর
