হোটেলে ডেকে কুপ্রস্তাব, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী মালতি চাহার
প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ১০:০২ রাত
ছবি: সংগৃহিত
চকচকে আলো, ক্যামেরা আর গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকা কাস্টিং কাউচের অন্ধকার বাস্তবতা নতুন কিছু নয়। গত বছর প্রকাশিত হেমা কমিটির প্রতিবেদনে নারী শিল্পীদের যৌন হয়রানির ভয়াবহ চিত্র সামনে আসে, যা গোটা বিনোদন জগৎকে নাড়িয়ে দেয়। চলতি বছরও একের পর এক অভিনেত্রী নিজেদের অভিজ্ঞতার কথা প্রকাশ্যে আনছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন ভারতীয় অভিনেত্রী ও নির্মাতা মালতি চাহার।
সম্প্রতি ‘বিগ বস ১৯’-এ অংশ নেওয়া মালতি এক সাক্ষাৎকারে জানান, কীভাবে কাজের সুযোগের নামে তাঁকে হোটেল রুমে ডেকে কুপ্রস্তাব দেওয়া হয়েছিল এবং কীভাবে আরেক প্রবীণ পরিচালক তাঁর অনুমতি ছাড়াই শারীরিক ঘনিষ্ঠতার চেষ্টা করেন।
সাংবাদিক সিদ্ধার্থ কান্নানকে দেওয়া সাক্ষাৎকারে মালতি বলেন, দক্ষিণী সিনেমার এক প্রযোজক-পরিচালকের সঙ্গে স্ক্রিপ্ট শোনার বৈঠকের পর তাঁকে আবার ফোন করা হয়। ফোনেই ওই পরিচালক সরাসরি হোটেল রুমে এসে দেখা করার প্রস্তাব দেন। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় তিনি প্রথমে এড়িয়ে যান। কিন্তু এরপর একাধিকবার ফোন করে চাপ সৃষ্টি করা হয়।
মালতির ভাষায়, “তিনি আমাকে বলেছিলেন,‘ইন্ডাস্ট্রিতে এভাবেই কাজ হয়।’ এই কথাতেই সবকিছু স্পষ্ট হয়ে গিয়েছিল।”
শুধু এটুকুই নয়, আরও এক ভয়ংকর অভিজ্ঞতার কথা তুলে ধরে মালতি জানান, এক প্রবীণ ও পরিচিত পরিচালক বিদায় নেওয়ার সময় তাঁকে জড়িয়ে ধরে হঠাৎ চুম্বন করার চেষ্টা করেন। মালতি বলেন, “আমি তাঁকে বয়সের কারণে বাবার মতো সম্মান করতাম। কিন্তু ওই মুহূর্তে বুঝেছি, এখানে অন্ধ বিশ্বাস করার সুযোগ নেই।”
এই অভিজ্ঞতাগুলো তাঁর জীবনে গভীর প্রভাব ফেলেছে বলে জানান মালতি। তাঁর মতে, কাজের পরিবেশ নিরাপদ না হলে নারীদের টিকে থাকাই কঠিন হয়ে পড়ে।
উল্লেখ্য, পরিচালক অনিল শর্মার সিনেমা ‘জিনিয়াস’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মালতি চাহারের। অভিনয়ের পাশাপাশি তিনি ‘ও মা-এরি’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রও নির্মাণ করেছেন।
বাংলাধারা/এসআর
