ঢাকা, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

কাব্যিক আবেগে ‘এই ব্যথা’: নতুন গানে ফিরে এলেন বাপ্পা মজুমদার

বিনোদন ডেস্ক:

 প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৯:০৩ রাত  

ছবি: সংগৃহিত

কাব্যিক অনুভব আর মেলানকোলি সুরের মিশেলে নতুন গান ‘এই ব্যথা’ নিয়ে শ্রোতাদের সামনে হাজির হয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। আবেগঘন এই গানটি তৈরি হয়েছে ভালোবাসা, নীরব যন্ত্রণা আর অনুভূতির গভীর ভাষায়।

গানটির কথায় আছেন মাহি ফ্লোরা, সুর করেছেন এহসান রাহি, আর সংগীতায়োজনের দায়িত্বে ছিলেন আমজাদ হোসেন। ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর প্রযোজনায় গানটির ভিডিও নির্মাণ করেছেন শুভব্রত সরকার।

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে আয়োজিত গানটির প্রকাশনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদারসহ সংগীতাঙ্গনের অনেক গুণীজন। এদের মধ্যে ছিলেন গীতিকার ও সুরকার তরুণ মুন্সী, জুয়েল মোর্শেদ, লুৎফর হাসান, কিশোর দাসসহ আরও অনেকে।

নতুন গানটি নিয়ে নিজের অনুভূতির কথা জানিয়ে বাপ্পা মজুমদার বলেন,
“অনেকদিন পর এমন একটি আয়োজন করতে পারছি, এটা ভীষণ আনন্দের। পুরো টিম নিজের সেরাটা দিয়েছে। আজকের দিনটি আমার জন্য আরও বিশেষ, কারণ আজ আমার বড় মেয়ের জন্মদিন। এমন দিনে গানটির প্রকাশ আমাকে অন্যরকম এক আবেগের জগতে নিয়ে গেছে। ভিডিওটি আমাদের দেশে একেবারেই ভিন্ন ধাঁচের, যা দর্শক-শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দেবে বলে বিশ্বাস করি।”

ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ বলেন,“বাপ্পা দা’র ‘এই ব্যথা’ প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে, এমনটাই আমাদের প্রত্যাশা।”

ইতোমধ্যে ‘এই ব্যথা’ গানটির ভিডিও ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। পাশাপাশি দেশি ও আন্তর্জাতিক সব প্রধান ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মেও গানটি শোনা যাচ্ছে।

বাংলাধারা/এসআর