শিল্পকলায় ফিরছে সাংস্কৃতিক কর্মচাঞ্চল্য, আজ থেকে শুরু ‘নবীন-প্রবীণ নাট্যমেলা’
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৫, ০২:৩৮ দুপুর
ছবি: সংগৃহিত
রাষ্ট্রীয় শোকপালন শেষে আবারও সাংস্কৃতিক কর্মচাঞ্চল্যে ফিরছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদির মৃত্যুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের জাতির উদ্দেশে দেওয়া ভাষণের মাধ্যমে ২০ ডিসেম্বর রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলে ১৯ ডিসেম্বর থেকে শিল্পকলা একাডেমির সব অনুষ্ঠান ও প্রদর্শনী সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছিল। শোকপর্ব শেষে আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে একাডেমির পূর্বনির্ধারিত সব আয়োজন নিয়মিতভাবে শুরু হচ্ছে।
এরই ধারাবাহিকতায় আজ থেকে শিল্পকলায় শুরু হচ্ছে নাট্যতীর্থ আয়োজিত ‘নবীন-প্রবীণ নাট্যমেলা’ একটি আট দিনব্যাপী নাট্যোৎসব। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় আয়োজিত এই উৎসবে অংশ নিচ্ছে আটটি নাট্যদল। প্রতিদিন সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে একটি করে নাটক। পাশাপাশি ছয়জন গুণী নাট্যব্যক্তিত্বকে প্রদান করা হবে নাট্যবন্ধু সম্মাননা।
আজ রোববার সন্ধ্যা ৬টায় উৎসবের উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নাট্যতীর্থের দলপ্রধান ও নাট্যমেলার আহ্বায়ক তপন হাফিজ।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম দিন মঞ্চস্থ হবে নাটক ‘কণ্ঠনালিতে সূর্য’।
নাট্যোৎসবের পরবর্তী আয়োজন অনুযায়ী-
২২ ডিসেম্বর সোমবার নাটক মঞ্চায়িত হবে এবং অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন সামিনা লুৎফা নিত্রা। এদিন নাট্যবন্ধু সম্মাননা প্রদান করা হবে অধ্যাপক আবদুস সেলিমকে।
২৩ ডিসেম্বর মঙ্গলবার অতিথি থাকবেন আফজাল হোসেন এবং সম্মাননা গ্রহণ করবেন শাহীন খান।
২৪ ডিসেম্বর বুধবার মঞ্চস্থ হবে নাটক ‘অনিকেত সন্ধ্যা’। এদিন সম্মাননা পদক গ্রহণ করবেন সামিউন জাহান দোলা।
২৫ ডিসেম্বর বৃহস্পতিবার নাট্যতীর্থের প্রযোজনা ‘জুলিয়াস সিজার’ মঞ্চস্থ হবে, নির্দেশনায় তপন হাফিজ। সম্মাননা দেওয়া হবে বাপ্পাদিত্য চৌধুরীকে।
২৬ ডিসেম্বর শুক্রবার প্রদর্শিত হবে ঢাকা থিয়েটার মঞ্চের প্রযোজনা ‘ঘরজামাই’। সম্মাননা গ্রহণ করবেন খন্দকার সাইফুল ইসলাম নিপু।
২৭ ডিসেম্বর শনিবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে পদাতিক নাট্য সংসদ (টিএসসি)-এর প্রযোজনা ‘আলিবাবা এবং চল্লিশ চোর’, নির্দেশনায় সুদীপ চক্রবর্তী। এদিন সম্মাননা পদক গ্রহণ করবেন মাহফুজা হিলালী। এর আগে বিকেল ৪টায় জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে ‘প্রবীণের ঐতিহ্যালোকে নবীনের শিল্পযাত্রা’ শীর্ষক সেমিনার।
২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় নাট্যতীর্থের কর্মীদের মধ্য থেকে নির্বাচিত একজন নাট্যকর্মীকে প্রদান করা হবে ‘নাট্যতীর্থ সর্বোচ্চ উপস্থিতি সম্মাননা পদক’। সমাপনী অনুষ্ঠানের পর মঞ্চস্থ হবে সমাপনী নাটক।
নাট্যমেলার আহ্বায়ক তপন হাফিজ বলেন,“সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও রাষ্ট্রীয় শোক ঘোষণার কারণে উৎসব সাময়িকভাবে স্থগিত করতে হয়েছিল। শোকপর্ব শেষে আজ থেকে আমরা উৎসব শুরু করতে পারছি। উৎসবে ‘মেরাজ ফকিরের মা’ ও ‘প্যারাবোলা’ নাটকও থাকছে, এগুলোর মঞ্চায়নের তারিখ শিগগিরই জানানো হবে।”
বাংলাধারা/এসআর
