ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

পাক-ভারত উত্তেজনা:

সীমান্ত জেলাগুলোর নিরাপত্তা জোরদারে সতর্ক অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ০৭, ২০২৫, ০৬:০৩ বিকাল  

ছবি: সংগৃহিত

ভারত ও পাকিস্তানের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ঘিরে বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতির যাতে ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যে সীমান্তবর্তী জেলাগুলোর পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (৭ মে) রাজধানীর গুলশানে বাংলাদেশ পুলিশ আয়োজিত বার্ষিক শ্যুটিং প্রতিযোগিতা ২০২৪-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ নির্দেশনার কথা জানান পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, "আঞ্চলিক যেকোনো ধরনের সংঘাত বা অস্থিরতার প্রভাব যাতে বাংলাদেশের অভ্যন্তরে না পড়ে, সে বিষয়ে আমরা সর্বোচ্চ সতর্ক। বিশেষ করে ভারত-পাকিস্তানের উত্তেজনাকে কেন্দ্র করে জঙ্গি বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যেন সুযোগ নিতে না পারে, সে জন্য সীমান্তের প্রতিটি জেলার পুলিশ সুপারদের সতর্ক করে নির্দেশনা দেওয়া হয়েছে।"

তিনি আরও বলেন, দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রধান দায়িত্ব। পারিপার্শ্বিক যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত আছে বলেও জানান বাহারুল আলম।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ ক্লাবের সভাপতি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালসহ পুলিশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি আরও উল্লেখ করেন, পুলিশের প্রতিটি ইউনিটকে সীমান্তে নজরদারি বাড়াতে এবং স্থানীয় জনগণের সঙ্গে সমন্বয় রেখে গোয়েন্দা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে, যা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগাম প্রস্তুতি হিসেবে এ ধরনের নির্দেশনা দিয়েছে।

বাংলাধারা/এসআর