ঢাকা, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ভিয়েতনামে হা লং বে-তে নৌকাডুবিতে ৩৪ পর্যটকের মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: জুলাই ২০, ২০২৫, ১০:৫০ দুপুর  

ছবি: সংগৃহিত

ভিয়েতনামের বিশ্বখ্যাত পর্যটন এলাকা হা লং বে-তে ভয়াবহ বজ্রঝড়ের কবলে পড়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ৩৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার (২০ জুলাই) বিকেলে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় চলছে ব্যাপক উদ্ধার অভিযান।

ভিয়েতনামের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও অনলাইন পোর্টাল ভিএনএক্সপ্রেস জানায়, দুর্ঘটনার সময় নৌকাটিতে ৫৩ জন আরোহী ছিলেন। এদের মধ্যে ৪৮ জন যাত্রী এবং ৫ জন নৌকাকর্মী। যাত্রীদের বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে বেড়াতে আসা পরিবার, যাদের মধ্যে ২০ জনের বেশি শিশু ছিল।

এক প্রত্যক্ষদর্শী জানান, দুপুর ২টার দিকে হঠাৎ আকাশ কালো হয়ে আসে। এরপরই শুরু হয় প্রবল ঝড়, বজ্রপাত, এবং শিলাবৃষ্টি শিলাগুলো ছিল ‘আঙুল সমান বড়’। এমন ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের মাঝেই নৌকাটি উল্টে যায়।

স্থানীয় সীমান্তরক্ষীরা জানান, এখন পর্যন্ত ৩৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮ জন। রাতেও উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উদ্ধার হওয়া এক ১০ বছর বয়সী শিশু জানায়, “আমি গভীর শ্বাস নিয়ে পানির নিচ দিয়ে সাঁতরে একটি ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে আসি। পরে সেনাবাহিনীর একটি নৌকা আমাকে টেনে তোলে।”

দেশটির আবহাওয়া পূর্বাভাস কেন্দ্রের পরিচালক মাই ভান খিয়েম জানিয়েছেন, এই বজ্রঝড় দক্ষিণ চীন সাগরে সৃষ্ট ট্রপিকাল স্টর্ম ‘উইফা’র সঙ্গে সংশ্লিষ্ট নয়। তিন দিন ধরে অঞ্চলটিতে চলছিল তীব্র তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গিয়েছিল, যার ফলে এ ধরনের বজ্রঝড় তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, হা লং বে ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং ভিয়েতনামের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র। এর সবুজ জলরাশি ও চুনাপাথরের দ্বীপপুঞ্জ দেখতে প্রতিবছর লাখো পর্যটক এখানে ভিড় করেন। কিন্তু শনিবারের এই দুর্ঘটনা পর্যটন এলাকা হিসেবে হা লং বে-র নিরাপত্তা ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, উদ্ধারকাজ শেষে ঘটনার বিস্তারিত তদন্ত শুরু হবে। নিহতদের প্রতি গভীর শোক ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দেশটির সরকার।

বাংলাধারা/এসআর