বিশ্বকাপের প্রস্তুতিতে উদ্বেগ, গরম আবহাওয়ার শঙ্কা প্রকাশ স্কালোনির
প্রকাশিত: ডিসেম্বর ০৭, ২০২৫, ০৩:২৯ দুপুর
ছবি: সংগৃহিত
২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেখানে প্রধান আয়োজক যুক্তরাষ্ট্র এবং সহযোগী দেশ মেক্সিকো ও কানাডা মাঠ প্রস্তুতিতে কোনো কমতি রাখেনি। তবে আগামী বছর ১১ জুন থেকে ১৯ জুলাই অনুষ্ঠিতব্য এই মেগা টুর্নামেন্টে যুক্তরাষ্ট্রের আবহাওয়া, তাপমাত্রা ও প্রাকৃতিক দুর্যোগকে কেন্দ্র করে উদ্বেগ প্রকাশ করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ফিফা সম্প্রতি ৪৮ দলের বিশ্বকাপের গ্রুপ ড্র এবং ফিক্সচার চূড়ান্ত করেছে। যুক্তরাষ্ট্রে হবে ১০৪টি ম্যাচের ৭০ শতাংশের বেশি, যা অতিরিক্ত তাপমাত্রা ও হঠাৎ বজ্রপাত বা রৌদ্রের জন্য খেলোয়াড়দের জন্য চ্যালেঞ্জ হতে পারে। চলতি বছরের জুন-জুলাইয়ে আয়োজিত ফিফা ক্লাব বিশ্বকাপেই যুক্তরাষ্ট্রে খেলা চলাকালে আবহাওয়া বিরূপ হওয়ায় ‘কুলিং ব্রেক’ দেওয়া হয়েছিল। একই শঙ্কা এবারও রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, যদিও আবহাওয়া বাংলাদেশসহ উপমহাদেশের তুলনায় স্বাভাবিক মনে হতে পারে, খেলোয়াড়দের দিক থেকে এটি যথেষ্ট অসহনীয় হতে পারে। যুক্তরাষ্ট্রের ডালাস, হিউস্টন, লস অ্যাঞ্জেলসের স্টেডিয়ামগুলো এবং মেক্সিকোর আজতেকা স্টেডিয়াম, গুয়াদালাজারার অ্যাক্রন স্টেডিয়াম ও মন্টেরের বিবিভিএ স্টেডিয়ামের তাপমাত্রা বিশ্লেষণে দেখা যাচ্ছে, গ্রুপপর্বের বিভিন্ন ম্যাচে স্থানীয় সময় দুপুরে তাপমাত্রা ৮৪–৮৮ ডিগ্রি ফারেনহাইটের মধ্যে ওঠানামা করবে।
আর্জেন্টিনার প্রথম ম্যাচ আলজেরিয়ার বিপক্ষে ১৭ জুন কানসাস সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ ডালাসে অনুষ্ঠিত হবে। স্কালোনি জানান, ‘অত্যধিক উত্তাপে খেলতে হবে, সূচি নির্ধারিত হওয়ায় বিকল্প নেই। তবে দুটি দলকেই মানিয়ে নিতে হবে।’
অন্যদিকে আয়োজক কানাডার কোচ জেসে মার্শও বলেছেন, ‘আমরা চাই আমাদের ফুটবলাররা সুস্থ ও ফিট থাকুক। আবহাওয়ার সঙ্গে খেলে মানিয়ে নিতে পারা গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপের ৪৮ দলের এই নতুন রূপ এবং ১০৪টি ম্যাচের চাপের মধ্যে, যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়া এবং প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা এখনই আলোচনার বিষয় হিসেবে উঠে এসেছে।
বাংলাধারা/এসআর
