ঢাকা, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২

হাদির হত্যাকারীদের অবস্থান জানা থাকলে ধরেই ফেলতাম: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:২৭ দুপুর  

ছবি: সংগৃহিত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির হত্যাকারীদের বর্তমান অবস্থান সম্পর্কে এখনো সুনির্দিষ্ট তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। 

সোমবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এখন যদি আমরা জানতাম হত্যাকারীরা কোথায় আছে, তাহলে ধরেই ফেলতাম। এ ধরনের তথ্য যদি আমাদের কাছে থাকত, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিত।”

তিনি জানান, হত্যাকারীরা দেশে অথবা দেশের বাইরে, যেকোনো জায়গায় অবস্থান করতে পারে। তবে তাদের সঠিক অবস্থান শনাক্ত করা গেলেই গ্রেপ্তার নিশ্চিত করা সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।

হাদি হত্যাকাণ্ডের অগ্রগতি সম্পর্কে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আইনশৃঙ্খলা বাহিনী এই হত্যাকাণ্ডের মূল হোতাকে দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে। তদন্তে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে, হত্যার মূল পরিকল্পনাকারী ফয়সাল।”

এ সময় নিজের পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “যদি পদত্যাগ করতাম, তাহলে তো আর এখানে বসে ব্রিফিং দিতাম না।” পদত্যাগের খবরকে তিনি ভিত্তিহীন বলেও মন্তব্য করেন।

হাদি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচার নিশ্চিত করার দাবিতে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল থেকে চাপ বাড়ছে।

বাংলাধারা/এসআর