নিউজিল্যান্ড কিংবদন্তির ৪০ বছরের রেকর্ড ভেঙে দিলেন জ্যাকব ডাফি
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ০৩:৩২ দুপুর
ছবি: সংগৃহিত
নিউজিল্যান্ড ক্রিকেটে নতুন এক অধ্যায়ের নাম জ্যাকব ডাফি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে সিরিজসেরা হয়েছেন এই ফাস্ট বোলার। সেই সঙ্গে ৪০ বছর পর এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়ে নিউজিল্যান্ডের কিংবদন্তি রিচার্ড হ্যাডলিকে পেছনে ফেলেছেন তিনি।
সিরিজজুড়ে তিনটি পাঁচ উইকেট শিকারসহ মোট ২৩ উইকেট নিয়েছেন ডাফি। এর মাধ্যমে চলতি বছরে তার উইকেটসংখ্যা দাঁড়িয়েছে ৮১-এ। এর আগে ১৯৮৫ সালে এক পঞ্জিকাবর্ষে ৭৯ উইকেট নিয়ে দীর্ঘদিন ধরে রেকর্ডটি নিজের দখলে রেখেছিলেন রিচার্ড হ্যাডলি।
মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠিত টেস্টে নিউজিল্যান্ডের রেকর্ড ৩২৩ রানের জয়ে দ্বিতীয় ইনিংসে ডাফি ছিলেন অবিশ্বাস্য। ২২.৩ ওভারে মাত্র ৪২ রান খরচায় পাঁচ উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি কিউইদের হাতে তুলে দেন তিনি। এই ম্যাচজয়ী পারফরম্যান্সেই চার দশকের পুরোনো রেকর্ড ভেঙে দেন ডাফি।
পরিসংখ্যানের বিচারে ডাফির কীর্তি আরও নজরকাড়া। চলতি বছর ৩৯ ইনিংসে মাত্র ১৭.১১ গড়ে ৮১ উইকেট শিকার করেছেন তিনি। বিপরীতে, হ্যাডলি ১৯৮৫ সালে ২৯ ইনিংসে ১৮.৫১ গড়ে ৭৯ উইকেট নিয়েছিলেন।
৮৭ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ দ্রুত ভেঙে পড়ে। মাত্র ৫১ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারায় ক্যারিবিয়ানরা। জাস্টিন গ্রিভসকে ফিরিয়ে হ্যাডলির সমান উচ্চতায় পৌঁছান ডাফি। এরপর রোস্টন চেজকে আউট করে রেকর্ড ভাঙেন এবং শেষ ব্যাটার জেইডেন সিলসকে বিদায় করে ব্যবধান আরও বাড়ান।
ম্যাচ শেষে নিজের কীর্তি নিয়ে আবেগ প্রকাশ করেন ডাফি। তিনি বলেন,
“লাঞ্চের সময় এক পঞ্জিকাবর্ষে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার তালিকাটা দেখছিলাম। সেখানে অসাধারণ সব নাম ছিল। এমন কিংবদন্তিদের সঙ্গে নিজের নাম দেখা সত্যিই খুব বিশেষ অনুভূতি।”
বাংলাধারা/এসআর
