কূটনৈতিক উত্তেজনায় ফের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:০১ রাত
ছবি: সংগৃহিত
বাংলাদেশ ও ভারতের মধ্যে চলমান কূটনৈতিক উত্তেজনার মধ্যেই ফের দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করেছে ভারত। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এ তলবের ঘটনা ঘটে।
এর কয়েক ঘণ্টা আগেই ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশি কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে ‘গভীর উদ্বেগ’ জানাতেই ওই তলব করা হয় বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
চলমান পরিস্থিতিতে এটি দ্বিতীয়বারের মতো দুই দেশের হাইকমিশনারদের তলব করার ঘটনা, যা ঢাকা–দিল্লি সম্পর্কে বাড়তি সংবেদনশীলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের সামনে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারত। কূটনৈতিক সূত্র জানায়, হাইকমিশন প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় প্রায় ১৫ হাজার নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
ঘটনাপ্রবাহে দুই দেশের কূটনৈতিক যোগাযোগ আরও ঘনিষ্ঠ হলেও উত্তেজনার পারদ এখনো ঊর্ধ্বমুখী রয়েছে।
বাংলাধারা/এসআর
