জমিয়তকে চার আসনে ছাড় দিল বিএনপি, নির্বাচনী সমঝোতা চূড়ান্ত
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০১:০৯ দুপুর
ছবি: সংগৃহিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে নির্বাচনী সমঝোতায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এর অংশ হিসেবে দলটিকে চারটি সংসদীয় আসনে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল জানান, সমঝোতার আওতায় সিলেট-৫ আসনে জমিয়তের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নীলফামারী-১ আসনে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল আফেন্দী, নারায়ণগঞ্জ-৪ আসনে মুফতি মনির হোসাইন কাসেমী এবং ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মাওলানা জুনায়েদ আল হাবীব নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
তিনি স্পষ্ট করে বলেন, এসব আসনে বিএনপি কোনো প্রার্থী দেবে না। দলের সিদ্ধান্ত সবাইকে মেনে নিতে হবে। কেউ যদি দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী প্রার্থী হন, তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিএনপি মহাসচিব আরও জানান, নির্বাচনে জমিয়তের প্রার্থীরা নিজস্ব দলীয় প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন নির্বাচনে জোট ও সমঝোতার রাজনীতিতে এটি বিএনপির একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ।
বাংলাধারা/এসআর
