ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে ডিসি-এসপিদের সঙ্গে ইসির বৈঠক

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:২৬ দুপুর  

ছবি: সংগৃহিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে দিকনির্দেশনামূলক বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে এ বৈঠক শুরু হয়।

এর আগে, গত ২১ ডিসেম্বর নির্বাচন কমিশনের উপসচিব মোহাম্মদ মনির হোসেনের স্বাক্ষরিত এক চিঠিতে বৈঠকের বিষয়টি জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, নির্বাচনকে ঘিরে মাঠ প্রশাসনের প্রস্তুতি, আচরণবিধি প্রতিপালন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

ইসি সূত্র জানায়, বৈঠকে ভোটগ্রহণের দিন ও পূর্ববর্তী সময়ে প্রশাসনের করণীয়, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হবে।

এদিকে, নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে ইতোমধ্যে নির্বাচন কমিশন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন পর্যায়ের প্রধানদের সঙ্গেও আলাদা বৈঠক করেছে।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বাংলাধারা/এসআর