হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৮:১৮ রাত
ছবি: সংগৃহিত
অসুস্থ মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে তিনি হাসপাতাল চত্বরে প্রবেশ করেন। এর আগে হাসপাতালে পৌঁছান তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা। তাঁর আগমনকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।
দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়ক এলাকায় আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন তারেক রহমান। সেখান থেকে বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালের উদ্দেশে রওনা হন।
উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। ২৭ নভেম্বর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়।
হাসপাতাল পরিদর্শন শেষে তারেক রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়িতে যাওয়ার কথা রয়েছে। সেখানেই তিনি পরিবারসহ অবস্থান করবেন। বাড়িটির পাশেই ‘ফিরোজা’ যেখানে খালেদা জিয়ার স্থায়ী আবাস।
এর আগে গণসংবর্ধনায় দেওয়া বক্তব্যে তারেক রহমান দেশবাসীর প্রতি শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, “যে কোনো মূল্যে দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা করতে হবে। আমরা শান্তি চাই। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, কারও উস্কানিতে পা দেওয়া যাবে না।”
তিনি আরও বলেন, ১৯৭১ সালে যেমন দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা অর্জন করেছিল, ২০২৪ সালেও তেমনি সর্বস্তরের মানুষ এক হয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করেছে। আজ জনগণ তাদের কথা বলার অধিকার ও গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়।
দেশ গঠনের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, “আমাদের সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সব সম্প্রদায়ের মানুষের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে নারী-পুরুষ-শিশু সবাই নিরাপদে ঘর থেকে বের হয়ে নিরাপদে ফিরতে পারবে।”
এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার আগে জুতা খুলে দেশের মাটিতে পা রাখেন তারেক রহমান এবং হাতে একমুঠো মাটি নেন। আবেগঘন সেই মুহূর্তে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে নীরব আবেগ ছড়িয়ে পড়ে।
বিমানবন্দরে তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে স্বাগত জানান বিএনপির সিনিয়র নেতারা। তাঁদের মধ্যে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা। সেখান থেকে লাল-সবুজ রঙের বিশেষ বাসে করে তিনি পূর্বাচলের গণসংবর্ধনাস্থলে যান।
বাংলাধারা/এসআর
