২০২৫: সর্বোচ্চ আয় করা ভারতীয় ১০ সিনেমা
হাজার কোটির ক্লাব ফাঁকা, তবু রেকর্ডে ভরপুর বছর
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৫, ০৭:২০ বিকাল
ছবি: সংগৃহিত
২০২৫ সাল শেষ হতে এখনও কিছুটা সময় বাকি। এর মধ্যেই বিভিন্ন ভাষায় ভারতে মুক্তি পেয়েছে দেড় হাজারের বেশি সিনেমা। তবে বিপুল সংখ্যক মুক্তির পরও চলতি বছরে এখন পর্যন্ত কোনো ভারতীয় সিনেমা হাজার কোটির ঘর ছুঁতে পারেনি। সিনেমা ব্যবসা বিষয়ক ট্র্যাকার সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ১,৫১৯টি সিনেমার মোট গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ১২,২৯১.২৭ কোটি রুপি।
বড় বাজেট, তারকাবহুল কাস্ট আর শক্তিশালী বিপণনের পাশাপাশি কিছু ছোট বাজেটের সিনেমাও এ বছর বক্স অফিসে চমক দেখিয়েছে। চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের সর্বোচ্চ আয় করা ভারতীয় ১০ সিনেমার তালিকা-
১. ধুরন্ধর
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর’ মুক্তির পর থেকেই বক্স অফিসে দুরন্ত দৌড়। ৫ ডিসেম্বর মুক্তি পাওয়া আদিত্য ধর পরিচালিত সিনেমাটি মাত্র ২০ দিনে (এখনও প্রেক্ষাগৃহে চলমান) বিশ্বব্যাপী আয় করেছে ৯৪৪ কোটি রুপি। শক্তিশালী বিদেশি বাজার, মাল্টিপ্লেক্স ও মাস সেন্টারে ধারাবাহিক দর্শক উপস্থিতি এবং ইতিবাচক মুখে-মুখে প্রচার,সব মিলিয়ে ২০২৫ সালের শীর্ষে জায়গা করে নিয়েছে সিনেমাটি। এতে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর. মাধবন, অর্জুন রামপালসহ অনেকে।
২. কান্তারা: চ্যাপ্টার ১
কন্নড় সিনেমার ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছে ঋষভ শেঠি পরিচালিত ‘কান্তারা: চ্যাপ্টার ১’। ২০২২ সালের ‘কান্তারা’র প্রিকুয়েলটি বিশ্বব্যাপী আয় করেছে ৮৫২ কোটি রুপির বেশি। লোকজ বিশ্বাস, ভূমির অধিকার আর আধ্যাত্মিকতার মেলবন্ধন দর্শকদের গভীরভাবে স্পর্শ করেছে। অভিনয়ে ছিলেন ঋষভ শেঠি, সপ্তমী গৌড়া, উর্বশী রাউটেলা ও কিশোর।
৩. ছাবা
ভিকি কৌশলের ঐতিহাসিক অ্যাকশন ড্রামা ‘ছাবা’ মুক্তি পায় ১৪ ফেব্রুয়ারি। প্রায় ১৩০ কোটি রুপি বাজেটের সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৮০৭.৯১ কোটি রুপি। মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অক্ষয় খান্নার অভিনয় বিশেষভাবে প্রশংসিত হয়। রাশমিকা মান্দানাও ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকায়।
৪. সাইয়ারা
বছরের সবচেয়ে বড় চমক হিসেবে উঠে আসে মোহিত সুরি পরিচালিত ‘সাইয়ারা’। মাত্র ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত রোমান্টিক সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭০.৩৩ কোটি রুপি, যা একে সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় রোমান্টিক সিনেমায় পরিণত করেছে। নতুন মুখ আহান পান্ডে ও অনীত পাড্ডারের অভিনয় এবং সংগীত ছবিটির মূল শক্তি।
৫. কুলি
রজনীকান্ত অভিনীত ‘কুলি’ নিয়ে প্রত্যাশা ছিল আকাশচুম্বী। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটের সিনেমাটি ১৪ আগস্ট মুক্তি পেয়ে বিশ্বজুড়ে আয় করে ৫১৮ কোটি রুপি। বড় তারকাবহুল কাস্ট থাকলেও বক্স অফিসে এটি মাঝারি সাফল্য হিসেবেই বিবেচিত।
৬. ওয়ার ২
হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে নিয়ে আসা ‘ওয়ার ২’ মুক্তির আগেই ব্যাপক আলোচনায় ছিল। তবে দুর্বল চিত্রনাট্যের কারণে প্রত্যাশা পূরণ করতে পারেনি সিনেমাটি। বিশ্বব্যাপী আয় দাঁড়ায় ৩৬৪.৩৫ কোটি রুপি, যা প্রিকুয়েলের তুলনায় অনেক কম।
৭. মহাবতার নৃসিংহ
অশ্বিন কুমার পরিচালিত অ্যানিমেশন ছবি ‘মহাবতার নৃসিংহ’ ছিল বছরের স্লিপার হিট। মাত্র ৪০ কোটি রুপি বাজেটে তৈরি হয়ে সিনেমাটি বিশ্বজুড়ে আয় করেছে ৩২৬.৮২ কোটি রুপি। ভারতীয় অ্যানিমেশন সিনেমার জন্য এটি একটি বিরল সাফল্য।
৮. লোকাহ চ্যাপ্টার ১: চন্দ্রা
নারীকেন্দ্রিক সুপারহিরো গল্প নিয়ে মালয়ালম ইন্ডাস্ট্রিতে নতুন দিগন্ত খুলেছে ‘লোকাহ’। দুলকার সালমান প্রযোজিত ও কল্যাণী প্রিয়দর্শন অভিনীত সিনেমাটি ৩০ কোটি রুপি বাজেটে তৈরি হয়ে আয় করেছে ৩০৩.৬৭ কোটি রুপি,আঞ্চলিক সিনেমার জন্য বড় অর্জন।
৯. দে কল হিম ওজি
পবন কল্যাণের প্রত্যাবর্তনের সিনেমা ‘দে কল হিম ওজি’ মুক্তির প্রথম দিনে রেকর্ড ওপেনিং নিলেও পরে গতি হারায়। প্রথম দিনে ১৫৫ কোটি রুপি আয় করা ছবিটির লাইফটাইম কালেকশন দাঁড়ায় ২৯৩.৬৫ কোটি রুপি।
১০. হাউসফুল ৫
সমালোচনায় বিদ্ধ হলেও ব্যবসায়িকভাবে টিকে গেছে ‘হাউসফুল ৫’। অক্ষয় কুমার, অভিষেক বচ্চন ও রীতেশ দেশমুখ অভিনীত সিনেমাটি ২২৫ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়ে বিশ্বজুড়ে আয় করেছে ২৮৮.৬৭ কোটি রুপি।
সব মিলিয়ে, হাজার কোটির ক্লাব ফাঁকা থাকলেও ‘ধুরন্ধর’-এর নেতৃত্বে ২০২৫ সাল ভারতীয় সিনেমার জন্য বক্স অফিসে একটি উল্লেখযোগ্য ও বৈচিত্র্যময় বছর হিসেবেই স্মরণীয় হয়ে থাকবে।
বাংলাধারা/এসআর
