ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

অনেক গুরুত্বপূর্ণ সুপারিশ উপেক্ষা করেছে ইসি: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৩:২৫ দুপুর  

ছবি: সংগৃহিত

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের একাধিক গুরুত্বপূর্ণ সুপারিশ নির্বাচন কমিশন (ইসি) বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক ও অর্থনীতিবিদ ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, গণতন্ত্রে উত্তরণের জন্য সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের কোনো বিকল্প নেই, আর একটি ভালো নির্বাচন নিশ্চিত করতে লড়াই অব্যাহত থাকবে।

বুধবার (২৪ ডিসেম্বর) সকালে রাজধানীর তোপখানা রোডে সিরডাপ মিলনায়তনে সুজন আয়োজিত ‘নির্বাচনী ব্যবস্থার সংস্কার অগ্রগতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তিনি।

ড. বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ১৮টি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সংস্কারের অগ্রাধিকার দিয়ে সুপারিশ করেছিল। এর মধ্যে একটি স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠন এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য বেশ কিছু মৌলিক প্রস্তাব ছিল। তবে ইসি কিছু সুপারিশ আংশিকভাবে গ্রহণ করলেও বহু গুরুত্বপূর্ণ প্রস্তাব উপেক্ষা করেছে।

তিনি অভিযোগ করেন, নির্বাচন শেষে ফল ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যে ফলাফলের সুষ্ঠুতা ও গ্রহণযোগ্যতা যাচাই করে গেজেট প্রকাশের যে সুপারিশ ছিল, তা আরপিও অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে নির্বাচনী ব্যয়ের অনিয়ম রোধে একাধিক আসনের জন্য ব্যয় মনিটরিং কমিটি গঠন এবং ব্যয় তদারকির সুপারিশও বাস্তবায়ন করেনি ইসি।

মনোনয়ন সংক্রান্ত বিষয়েও অসঙ্গতির কথা তুলে ধরেন তিনি। ড. বদিউল আলম বলেন, মনোনয়নপত্রের সঙ্গে পাঁচ বছরের আয়কর রিটার্ন জমা দেওয়ার কথা থাকলেও আরপিও অনুযায়ী সর্বশেষ করবর্ষের রিটার্ন জমা দেওয়ার বাধ্যবাধকতা কার্যকর হয়নি। পাশাপাশি একাধিক আসনে একজন প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করার বিধান বাতিলের সুপারিশও উপেক্ষিত রয়ে গেছে।

তিনি আরও বলেন, পরপর দুইটি নির্বাচনে অংশ না নিলে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল এবং প্রতি পাঁচ বছর পরপর নিবন্ধন নবায়নের বাধ্যবাধকতার প্রস্তাবও আরপিও অধ্যাদেশে স্থান পায়নি। স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরের পরিবর্তে ৫০০ ভোটারের সমর্থনের সুপারিশটিও গ্রহণ করা হয়নি।

গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন সুজনের ট্রাস্টি বিচারপতি আবদুল মতিন। বৈঠকে নির্বাচন ব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বাংলাধারা/এসআর