ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

৮৪ বলে ১৯০ রানের তাণ্ডব, ১৪ বছরেই বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী

স্পোর্টস্ ডেস্ক

 প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:১১ দুপুর  

ছবি: সংগৃহিত

রেকর্ড আর বৈভব সূর্যবংশী দুটো যেন এখন একই সুতোয় গাঁথা। বয়স মাত্র ১৪, অথচ ব্যাট হাতে নামলেই ইতিহাস লেখা তার নিত্যদিনের কাজ। বিজয় হাজারে ট্রফির প্রথম দিনেই ক্রিকেটবিশ্বকে চমকে দিলেন এই কিশোর ব্যাটার। মাত্র ৮৪ বলে খেললেন বিধ্বংসী ১৯০ রানের এক ইনিংস, যা গড়েছে একাধিক বিশ্বরেকর্ড।

ভারতের ঘরোয়া ক্রিকেটের মর্যাদাপূর্ণ এই আসরে এবার খেলছেন বিরাট কোহলি ও রোহিত শর্মার মতো তারকারা। দীর্ঘদিন পর তাঁদের ফেরা নিয়ে সমর্থকদের আগ্রহ ছিল তুঙ্গে। কিন্তু প্রথম দিনের আলো কেড়ে নিলেন বিহারের ১৪ বছর বয়সী ওপেনার বৈভব সূর্যবংশী।

রাঁচিতে অনুষ্ঠিত ম্যাচে অরুণাচল প্রদেশের বিপক্ষে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বিহার। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকেন বৈভব। মাত্র ৩৬ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ওই সেঞ্চুরিতে ছিল ১০টি চার ও ৮টি ছক্কা, শুধু বাউন্ডারি থেকেই আসে ৮৮ রান।

এটি ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। এর আগে ২০২৩ সালে পাঞ্জাবের অনমোলপ্রীত সিং ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। একই সঙ্গে বিশ্বের কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির নজির গড়েন বৈভব সূর্যবংশী।

বিশ্ব ক্রিকেটে প্রথম শ্রেণির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড অবশ্য এখনো জেক ফ্রেজার ম্যাকগার্কের দখলে। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে তিনি ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

তবে বৈভব এখানেই থামেননি। মাত্র ৫৯ বলে ১৫০ রান করে ভেঙে দেন এবি ডি ভিলিয়ার্সের রেকর্ড। ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ব্যাটার ৬৪ বলে দেড় শ রান করেছিলেন। এই সংস্করণে সবচেয়ে দ্রুত ১৫০ রানের ইনিংস এখন বৈভব সূর্যবংশীর নামের পাশে।

অল্পের জন্য ডাবল সেঞ্চুরি হাতছাড়া হয় তার। শেষ পর্যন্ত ৮৪ বলে ১৯০ রান করে আউট হন তিনি। ইনিংসটি সাজানো ছিল ১৬টি চার ও ১৫টি ছক্কায়। অর্থাৎ মোট ১৫৪ রানই এসেছে বাউন্ডারি থেকে, যা তার আগ্রাসী ব্যাটিংয়েরই প্রমাণ।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, বৈভব সূর্যবংশীর এই ইনিংস শুধু একটি ম্যাচ নয়, বরং ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতের দিকেই ইঙ্গিত দিচ্ছে।

বাংলাধারা/এসআর