সমমনা জোটকে আরও ৭ আসন ছাড় দিল বিএনপি
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০২:০৬ দুপুর
ছবি: সংগৃহিত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সমমনা দল ও জোটের প্রতি আসন সমঝোতার পরিধি আরও বাড়িয়েছে বিএনপি। বিগত আন্দোলন-সংগ্রামে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিএনপির মিত্র হিসেবে ভূমিকা রাখা সমমনা দলের আরও সাত নেতাকে নির্বাচনী আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ঢাকা-১৩ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই সঙ্গে তিনি বিএনপিতে যোগ দিচ্ছেন বলেও জানান ফখরুল।
ঢাকা-১২ আসনে প্রার্থী হবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-৪ আসনে দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান নির্বাচনে অংশ নেবেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার পিরোজপুর-১ আসনে এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে নির্বাচন করবেন।
এসব আসনে বিএনপি কোনো দলীয় প্রার্থী দেবে না এবং সমমনা প্রার্থীদের প্রতি পূর্ণ সমর্থন থাকবে বলে জানান বিএনপি মহাসচিব।
এদিকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন এবং গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তা ঘোষণা দেওয়া হয়।
তবে সমমনা দলকে আসন ছাড় দেওয়ার সিদ্ধান্তে বিএনপির তৃণমূল পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। কয়েকটি আসনে দলটির বিক্ষুব্ধ নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন। যদিও মিত্র দলগুলোর মধ্যে এ নিয়ে উদ্বেগ থাকলেও বিএনপির শীর্ষ নেতৃত্ব বলছে, সময়ের সঙ্গে সব সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে।
উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, বিজেপি, গণঅধিকার পরিষদ, এনডিএম, চারদলীয় বাম জোট, লেবার পার্টিসহ প্রায় ৫৭টি দল ও জোট সক্রিয় ছিল। গত অক্টোবরে এসব দল সম্মিলিতভাবে ২২২টি আসনের দাবি জানায়।
এর আগে মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে চারটি আসনে সমঝোতার ঘোষণা দেয় বিএনপি। এসব আসনে বিএনপি কোনো প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বাংলাধারা/এসআর
