মঞ্চ প্রস্তুত, তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে জনস্রোত
প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ১১:০৯ রাত
ছবি: বাংলাধারা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানীতে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। তাকে বরণ করে নিতে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজন করা হয়েছে বিশাল গণসংবর্ধনার। ইতোমধ্যে সেখানে নির্মিত সংবর্ধনা মঞ্চ সম্পূর্ণ প্রস্তুত।
তারেক রহমানের আগমন উপলক্ষে সারা দেশ থেকে ঢাকায় ছুটে আসছেন বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল থেকেই ৩০০ ফিটের সমাবেশস্থলে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। স্লোগান, ব্যানার, প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো এলাকা যেন উৎসবের নগরীতে পরিণত হয়েছে।
বিএনপি সূত্র জানায়, ২৫ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বনানী ও কাকলী হয়ে সরাসরি কুড়িল বিশ্বরোড সংলগ্ন ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন তারেক রহমান। এই প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে মহাসড়কের পাশেই নির্মাণ করা হয়েছে বিশালাকৃতির মঞ্চ।
এদিকে বিপুল জনসমাগমকে কেন্দ্র করে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে বসানো হয়েছে নিরাপত্তা চৌকি। পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার ৩০০ ফিট এলাকায় সংবর্ধনা মঞ্চ পরিদর্শন করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শৃঙ্খলা রক্ষায় গঠন করা হয়েছে শৃঙ্খলা কমিটি, স্বেচ্ছাসেবক টিম। জেলায় জেলায় হয়েছে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল। নেতাকর্মীদের আনার জন্য ভাড়া করা হয়েছে বাস, ট্রাক, মাইক্রোবাস; পাশাপাশি সাতটি রুটে বিশেষ ট্রেনের ব্যবস্থাও করা হয়েছে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বিমানবন্দরে পৌঁছানোর পর দলের সিনিয়র নেতারা তারেক রহমানকে স্বাগত জানাবেন। এরপর এসএসএফের নিরাপত্তায় তিনি সরাসরি সংবর্ধনা মঞ্চে গিয়ে নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।
সংবর্ধনা শেষে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়া-কে দেখতে যাবেন। সেখানে কিছু সময় কাটিয়ে পরে গুলশানে পারিবারিক বাসভবনে অবস্থান করবেন।
তারেক রহমান দেশে পৌঁছানোর আগের দিন থেকেই কিশোরগঞ্জ, সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রংপুর, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা সমাবেশস্থল পরিদর্শনে আসছেন। অনেকেই সমাবেশের আগের রাত থেকেই মাঠে অবস্থানের প্রস্তুতি নিচ্ছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে মঞ্চ এলাকা ও আশপাশে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও টহল দিচ্ছে। সেনাবাহিনীর একাধিক টিম দফায় দফায় পুরো এলাকা পরিদর্শন করছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে ঝুঁকিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হচ্ছে।
ঢাকার বাইরে থেকে আসা সমর্থকরা উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আমরা ঈদের আনন্দ নিয়েই ঢাকায় এসেছি। ২৫ ডিসেম্বর শুধু বিএনপির নয়, সাধারণ মানুষের দিন। আমরা চাই পুরো আয়োজন শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হোক।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও অভ্যর্থনা কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হতে পারে। মঙ্গলবার মঞ্চ পরিদর্শন শেষে তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে মানুষের আগমন শুরু হয়ে গেছে, ২৫ ডিসেম্বর এই এলাকা মহামিলনে পরিণত হবে।
এদিকে তারেক রহমানকে বরণ করতে সালাহউদ্দিন আহমদকে আহ্বায়ক ও রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করে গঠন করা হয়েছে অভ্যর্থনা কমিটি। এই কমিটির অধীনে শৃঙ্খলা, স্বেচ্ছাসেবক, মেডিকেল ও ট্রাফিক টিম গঠন করা হয়েছে। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রঙিন টি-শার্ট, ক্যাপ, ব্যানার ও ফেস্টুন তৈরি করে আনন্দ মিছিল করছেন।
বাংলাধারা/এসআর
