ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

ডেঙ্গুতে আবারও এক দিনে ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৯:৫৪ রাত  

ছবি: সংগৃহিত

দেশজুড়ে ডেঙ্গু পরিস্থিতি আবারও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন নতুন রোগী।

বুধবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল মঙ্গলবার (২২ জুলাই) সকাল ৮টা থেকে আজ বুধবার (২৩ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন বরিশাল অঞ্চলের বাসিন্দারা। এ জেলায় নতুন করে ৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ জন, ঢাকা বিভাগের অন্যান্য জেলাগুলোতে ৫৯ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, রাজশাহীতে ৩০ জন, ময়মনসিংহে ৯ জন এবং রংপুর বিভাগে ভর্তি হয়েছেন ৪ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর এখন পর্যন্ত (২৩ জুলাই পর্যন্ত) ডেঙ্গুতে মোট ৬৯ জনের মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ৩৪৫ জনে।

এর আগে ২০২৪ সালের পুরো বছরে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১৪ জন হাসপাতালে ভর্তি হন এবং ৫৭৫ জনের মৃত্যু হয়। তার আগের বছর ২০২৩ সালে পরিস্থিতি ছিল আরও ভয়াবহ। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসা নয়, প্রয়োজন সচেতনতা ও নগরপরিচ্ছন্নতার প্রতি নজরদারি বাড়ানো। বাড়ির চারপাশে জমে থাকা পানি অপসারণ, নিয়মিত ফগিং, ও স্থানীয় প্রশাসনের কার্যকর পদক্ষেপই পারে ডেঙ্গুর ভয়াবহতা কমিয়ে আনতে।

বিশেষজ্ঞরা সবাইকে অনুরোধ করছেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং মশার বিস্তার রোধে সক্রিয় হতে। কারণ, সামান্য উদাসীনতা ডেকে আনতে পারে মারাত্মক পরিণতি।

বাংলাধারা/এসআর