ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ১০ শ্রাবণ ১৪৩২

বিমানবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ০৯:৩০ রাত  

ছবি: সংগৃহিত

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।

বুধবার (২৩ জুলাই) বিকেলে অনুষ্ঠিত এ বৈঠকে সাম্প্রতিক পেশাগত কর্মকাণ্ড, জাতীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সামরিক বাহিনীর মধ্যে সমন্বয়ের নানা দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

বিমানবাহিনীর আধুনিকীকরণ, সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চলমান প্রশিক্ষণ কার্যক্রম ও কৌশলগত উন্নয়ন সম্পর্কেও উভয়পক্ষ মতবিনিময় করেন।

সাক্ষাৎ শেষে দু’জনই জাতীয় স্বার্থে আন্তঃবাহিনী সহযোগিতা ও সমন্বয়ের প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎটি পেশাদার সম্পর্ক আরও জোরদার এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিতকরণে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

বাংলাধারা/এসআর