ঢাকা, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২

বর্ষাতেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর, দূষণে বিশ্বে চতুর্থ অবস্থানে

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২১, ২০২৫, ১২:০০ দুপুর  

ছবি: সংগৃহিত

বর্ষা মৌসুমেও রাজধানী ঢাকার বাতাস অস্বাস্থ্যকর রয়ে গেছে। 

সোমবার (২১ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান নির্ণায়ক সংস্থা আইকিউএয়ার প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, এদিন ঢাকার বায়ুর মান সূচক (একিউআই) ছিল ১৪৫, যা ‘অস্বাস্থ্যকর’ ক্যাটাগরিতে পড়ে।

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ছিল চতুর্থ। তালিকার শীর্ষে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, যার একিউআই স্কোর ছিল ১৫৮। দ্বিতীয় অবস্থানে বাহরাইনের মানামা (১৫৪), তৃতীয় স্থানে আবুধাবি (১৫১), আর পঞ্চম স্থানে রয়েছে চিলির সান্টিয়াগো (১৪৪)।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী:

* ০–৫০: ভালো

* ৫১–১০০: মাঝারি বা গ্রহণযোগ্য

* ১০১–১৫০: সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর

* ১৫১–২০০: সবার জন্য অস্বাস্থ্যকর

* ২০১–৩০০: খুবই অস্বাস্থ্যকর

* ৩০১ ও তদূর্ধ্ব: বিপজ্জনক

ঢাকার একিউআই স্কোর ১৪৫ হওয়ায় এটি বিশেষ করে শিশু, প্রবীণ, অসুস্থ ও অন্তঃসত্ত্বা নারীদের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ নির্দেশ করে। সাধারণত বর্ষার সময় বৃষ্টির কারণে বাতাসে ধুলিকণা ও ক্ষতিকর কণার পরিমাণ কিছুটা কমে আসে। তবে ঢাকায় এই স্বাভাবিক বৈশিষ্ট্য বজায় থাকছে না, যা পরিবেশ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।

পরিবেশবিদরা বলছেন, যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলাবালি, শিল্প-কারখানার নির্গমন ও অপরিকল্পিত নগরায়নের কারণে ঢাকার বাতাস ক্রমেই বসবাসের অযোগ্য হয়ে উঠছে। বর্ষাকালেও দূষণ কমছে না, বরং তা নানা স্বাস্থ্যঝুঁকি ডেকে আনছে।

পরিবেশ সুরক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে নগরবাসীর জন্য ভবিষ্যতে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলেও সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

বাংলাধারা/এসআর