ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

উত্তরায় বিমান বিধ্বস্ত: আন্তর্জাতিক মহলের শোক ও সংহতি প্রকাশ

শারমিন রহমান:

 প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ০৯:৫৩ সকাল  

ছবি: সংগৃহিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ঘটে ভয়াবহ প্রাণহানির ঘটনা। সোমবারের এই দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত ২০ জন, যাদের বেশিরভাগই ছিলেন শিক্ষার্থী। আহত হয়েছেন আরও অন্তত ১৬৪ জন। বিমানবাহিনী সূত্র জানায়, পাইলট শেষ মুহূর্ত পর্যন্ত বিমানটিকে জনবহুল এলাকা থেকে দূরে সরিয়ে নিতে প্রাণপণ চেষ্টা করেছেন।

এই মর্মান্তিক ঘটনার পর বাংলাদেশের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। ভারত, পাকিস্তান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), জাপান এবং সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশ শোকবার্তায় নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

এক্সে (পূর্বে টুইটার) প্রকাশিত এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ঢাকায় একটি মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে দুঃখিত ও শোকাহত। নিহতদের মধ্যে অনেকেই ছিলেন তরুণ শিক্ষার্থী, যা আরও হৃদয়বিদারক। বাংলাদেশ ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আমাদের সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত বাংলাদেশের পাশে রয়েছে এবং সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এক্সে শোকবার্তায় বলেন, ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। নিহতদের অনেকেই শিশু। তাদের পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমার আন্তরিক সমবেদনা। পাকিস্তান এই দুঃসময়ে বাংলাদেশের পাশে রয়েছে।"

পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের ওপর বিমান বিধ্বস্ত হয়ে যে দুঃখজনক প্রাণহানি ঘটেছে, তাতে আমরা মর্মাহত। নিহতদের পরিবার, আহতদের এবং বাংলাদেশের জনগণের প্রতি আমাদের সহমর্মিতা রইল।"

ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদল এক বিবৃতিতে জানিয়েছে, উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি। নিহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে আমরা রয়েছি।

জাপান দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাওকি তাকাহাশি ফেসবুকে লিখেছেন, এই দুঃসময়েও বাংলাদেশের জনগণের শক্তি ও সহনশীলতাকে আমরা সম্মান জানাই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, হাসপাতাল ও সেবা প্রদানকারীদের আন্তরিক প্রচেষ্টার জন্য সাধুবাদ জানাই। জাপান বাংলাদেশের পাশে আছে।

তিনি আরও জানান, সম্প্রতি এই স্কুলটি জাইকার সহযোগিতায় ‘পিস ফ্লাওয়ার প্রবন্ধ প্রতিযোগিতা’ আয়োজন করেছিল। সেই মানবিক উদ্যোগের প্রতিফলন এই শোকবার্তায় স্পষ্ট।

ঢাকায় অবস্থিত সুইজারল্যান্ড দূতাবাস এক বিবৃতিতে বলেছে, একটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানি ঘটায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

বাংলাদেশ আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম প্রাণপণ চেষ্টা করেন বিমানটি ঘনবসতি এলাকা থেকে দূরে সরিয়ে নিতে। দুর্ভাগ্যজনকভাবে বিমানটি দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় তিনি নিজেই প্রাণ হারান।

উত্তরার এই মর্মান্তিক দুর্ঘটনা কেবল বাংলাদেশের হৃদয়ে নয়, আন্তর্জাতিক মহলেও ব্যথিত প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তরুণ শিক্ষার্থীদের এভাবে হারিয়ে দেশ শোকার্ত। তবে এই দুঃসময়ে বন্ধুপ্রতিম রাষ্ট্রগুলোর পাশে দাঁড়ানো এবং সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে মানবিকতা আবারও উজ্জ্বল হয়ে উঠেছে।


বাংলাধারা/এসআর