অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
দিল্লি বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার প্লেনে আবারোও আগুন
প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১০:৫০ রাত

ছবি: সংগৃহিত
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর আগুন ধরে যায় এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে।
মঙ্গলবার (২২ জুলাই) হংকং থেকে আগত এআই-৩১৫ ফ্লাইটটি অবতরণের কিছুক্ষণ পরই এর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে (এপিইউ) আগুন ধরে যায় বলে নিশ্চিত করেছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ।
ঘটনার সময় যাত্রীরা বিমান থেকে নামছিলেন। এয়ার ইন্ডিয়ার মুখপাত্র এক বিবৃতিতে জানান, “যাত্রীরা এবং ক্রুরা সবাই নিরাপদে রয়েছেন। আগুন লাগার সঙ্গে সঙ্গেই এপিইউ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”
প্রাথমিকভাবে জানা গেছে, প্লেনটির কিছু অংশে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে।
এদিকে সম্প্রতি এয়ার ইন্ডিয়ার একের পর এক দুর্ঘটনায় তৈরি হয়েছে উদ্বেগ। গত মাসেই আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইকগামী একটি ফ্লাইট উড্ডয়নের পরপরই ভেঙে পড়ে। ভয়াবহ ওই দুর্ঘটনায় ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়। নিহতের সংখ্যা দাঁড়ায় ২৬০।
এরপরও বিপত্তি থামেনি। সোমবার দিল্লি থেকে কলকাতাগামী এআই-২৪০৩ ফ্লাইটটি রানওয়ে ছাড়ার আগ মুহূর্তে আচমকা থেমে যায়। পাইলটের আকস্মিক সিদ্ধান্তে ওড়ার সময় বাতিল করা হয় যাত্রা। রানওয়েতে ১৫৫ কিলোমিটার গতিতে চলার সময় হঠাৎ ব্রেক কষে প্লেনটি থামিয়ে দেওয়া হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক ঘটনাগুলো এয়ার ইন্ডিয়ার রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, এসব ঘটনার পুনরাবৃত্তি এড়াতে দ্রুত পদক্ষেপ না নিলে যাত্রীদের আস্থা হারাতে বসবে এয়ার ইন্ডিয়া। আপাতত স্বস্তির বিষয়, দিল্লির আজকের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বাংলাধারা/এসআর