ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

নিহতদের প্রতি শ্রদ্ধায় দুপুরের পর বন্ধ থাকবে বিচারিক কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ২২, ২০২৫, ১২:৫১ দুপুর  

ছবি: সংগৃহিত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ওপর বিমান বিধ্বস্ত হয়ে ঘটে যাওয়া হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারানো কোমলমতি শিশুদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ৯টায় আপিল বিভাগের নিয়মিত কার্যক্রম শুরুর আগে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এক মিনিট নীরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে অন্য বিচারপতিরাও দাঁড়িয়ে এই শোকাহত মুহূর্তে সংহতি জানান।

নীরবতা পালনের পর প্রধান বিচারপতি ঘোষণা দেন, আপিল বিভাগে দুপুর ১টা পর্যন্ত স্বাভাবিক বিচার কার্যক্রম চলবে, তবে এরপর সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম স্থগিত থাকবে। একই সঙ্গে হাইকোর্ট বিভাগের সব বেঞ্চকে দিনের কার্যক্রম শুরুর আগে একইভাবে শ্রদ্ধা জানানোর নির্দেশ দেন তিনি।

প্রধান বিচারপতির পক্ষ থেকে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভূঁইয়া জানান, শুধু সুপ্রিম কোর্টেই নয়, সারাদেশের সব আদালতে দিনের শুরুতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি আগামী তিন দিন দেশের আদালত প্রাঙ্গণ বা সংশ্লিষ্ট কোনো স্থানে কোনো ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন না করারও নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

উল্লেখ্য, সোমবার (২১ জুলাই) রাজধানীর উত্তরা ১১ নম্বর সেক্টরে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ওপর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। ভয়াবহ এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামসহ মোট ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের মধ্যে ২৫ জনই ছিল স্কুলের শিক্ষার্থী। এই মর্মান্তিক ঘটনায় পুরো জাতি শোকাহত।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন শোকবার্তা প্রকাশ করেছে। রাজধানীজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

সুপ্রিম কোর্টের এই পদক্ষেপ দেশব্যাপী শোকাহত মানুষের আবেগ ও বেদনার প্রতি একটি সম্মানজনক প্রতিক্রিয়া হিসেবে দেখছেন আইনজীবী মহলসহ সাধারণ মানুষ।

বাংলাধারা/এসআর