চাঁদপুরের প্রখ্যাত চিত্রশিল্পী ও মুক্তিযোদ্ধা সাধন সরকার আর নেই
প্রকাশিত: মে ১১, ২০২৫, ১২:৫৪ দুপুর

ছবি: সংগৃহিত
চাঁদপুরের বিশিষ্ট চিত্রশিল্পী, চিত্রকলার অগ্রদূত এবং বীর মুক্তিযোদ্ধা সাধন সরকার আর আমাদের মাঝে নেই। আজ শনিবার (১১ মে) ভোর ৬টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ওঁ দিব্যান্ লোকান্ স্ব গচ্ছতু)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর।
সাধন সরকার চিত্রকলার বিকাশে চাঁদপুরে রেখেছেন অনন্য অবদান। তিনি ছিলেন চাঁদপুর চিত্রকলার প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের অধ্যক্ষ। তাঁর হাতে গড়া অসংখ্য ছাত্র-ছাত্রী আজ দেশ-বিদেশে চিত্রকলার মাধ্যমে খ্যাতি অর্জন করেছেন। পাশাপাশি তিনি একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা হিসেবে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশ নেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তাঁর এই অকালপ্রয়াণে চাঁদপুরে শোকের ছায়া নেমে এসেছে। চাঁদপুর সাহিত্য মঞ্চ পরিবারের পক্ষ থেকে এক শোকবার্তায় বলা হয়, “চিত্রকলার আলো ছড়িয়ে যিনি শত শত তরুণের স্বপ্ন জাগিয়েছেন, সেই সাধন সরকার আজ আর নেই। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। দিব্যান্ লোকান স্বগচ্ছতু।”
সাধন সরকারের পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে শহরের পালবাজারস্থ মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক অঙ্গন হারালো এক নিবেদিতপ্রাণ কর্মী, মুক্তিযুদ্ধ হারালো একজন সত্যিকারের যোদ্ধা এবং চিত্রকলার জগৎ হারালো এক পথপ্রদর্শককে।
সাধন সরকারের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা। তাঁর অবদান চাঁদপুরবাসী চিরকাল স্মরণে রাখবে।
বাংলাধারা/এসআর