জামিন পাননি আইভী, কারাগারে ডিভিশন দেওয়ার নির্দেশ
প্রকাশিত: মে ১২, ২০২৫, ১০:৩১ রাত

ফাইল ছবি
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে বিচারক কারাগারে তাঁকে প্রথম শ্রেণির বন্দির মর্যাদা (ডিভিশন) দেওয়ার নির্দেশ দিয়েছেন।
সোমবার (১২ মে) নারায়ণগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক শামসুর রহমান এই আদেশ দেন।
এর আগে ৯ মে গার্মেন্টস শ্রমিক মিনারুল ইসলাম হত্যা মামলায় নারায়ণগঞ্জের বাসা থেকে আইভীকে গ্রেফতার করে পুলিশ। আদালতে হাজিরের পর তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
আইভীর আইনজীবী অ্যাডভোকেট এস এম সিদ্দিকুর রহমান জানান, আদালতের কাছে তাঁরা আইভীর রাজনৈতিক পরিচিতি ও জনপ্রিয়তার বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, “আইভী একজন স্বচ্ছ ও গ্রহণযোগ্য রাজনীতিবিদ। তিনবার সিটি মেয়র ও একবার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। প্রতিটি নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর গ্রেপ্তারে স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।”
আইভীর আরেক আইনজীবী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, “কারাগারে ডিভিশনের আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন এবং জেল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন।”
তবে জামিন মঞ্জুর না হওয়ায় আইনজীবীরা উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অ্যাডভোকেট আওলাদ হোসেন জানান, “জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন না মেলায় আমরা জেলা জজ আদালতে আবেদন করব।”
আইভীর গ্রেপ্তারে বাধা দেওয়ার অভিযোগে নতুন করে আরেকটি মামলা হয়েছে। রোববার (১১ মে) রাতে নারায়ণগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) রিপন মৃধা বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় ৫০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়, আইভীর কর্মীরা মসজিদের মাইক ব্যবহার করে লোক জড়ো করেন, পুলিশের ওপর চড়াও হন এবং তাদের সাড়ে ছয় ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) নাছির উদ্দিন আহমেদ বলেন, “আইভীর বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে গেলে তাঁর অনুসারীরা বাধা দেন।”
পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, “ঘটনার ভিডিও সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হচ্ছে। তদন্তে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, কারণ সাধারণ মানুষও উপস্থিত ছিলেন।”
বাংলাধারা/এসআর