ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

গাজীপুর থেকে মা ও দুই সন্তান হত্যায় প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৬:৪৯ বিকাল  

ছবি: সংগৃহিত

ময়মনসিংহের ভালুকায় চাঞ্চল্যকর মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। 

মঙ্গলবার  (১৫ জুলাই) বিকেলে ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নিহত গৃহবধূ ময়না আক্তারের ভাই জহিরুল ইসলাম বাদী হয়ে সোমবার রাতে ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ময়না আক্তারের স্বামী রফিকুল ইসলামের আপন ছোট ভাই নজরুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।

পুলিশ, এলাকাবাসী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কীর্তনখোলা গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী ময়না আক্তার (২৫), দুই সন্তান রাইসা (৭) ও নিরবকে (২), এবং ছোট ভাই নজরুল ইসলামকে নিয়ে ভালুকা শহরের একটি ভাড়া বাসায় থাকতেন। রফিকুল ইসলাম রাসেল স্পিনিং মিলে চাকরি করেন এবং ঘটনার রাতে তিনি নাইট শিফটে ডিউটিতে ছিলেন।

সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে রফিকুল ইসলাম কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন দরজায় তালা ঝুলছে। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢুকেই তিনি দেখতে পান তার স্ত্রী ময়না আক্তার এবং দুই সন্তান রাইসা ও নিরবকে গলা কেটে হত্যা করা হয়েছে এবং তাদের মরদেহ খাটের ওপর পড়ে আছে। খবর পেয়ে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, গোয়েন্দা তথ্য এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তাকে ভালুকা থানায় আনা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে বলে পুলিশ আশা করছে।

বাংলাধারা/এসআর