রাজধানীতে উত্তেজনার মধ্যে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক রাতে
প্রকাশিত: মে ১০, ২০২৫, ০৪:৩৭ দুপুর

ফাইল ছবি
রাজধানীর চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেই উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে। আজ শনিবার রাত ৮টায় এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তবে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একটি নির্ভরযোগ্য সরকারি সূত্র জানিয়েছে, ‘গুরুত্বপূর্ণ’ কিছু বিষয় নিয়ে আলোচনার প্রয়োজনীয়তা থেকেই এই বৈঠক ডাকা হয়েছে।
এই বৈঠক এমন এক সময় আহ্বান করা হলো, যখন রাজধানীজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ক্ষমতাসীন আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে এনসিপি-সহ একাধিক রাজনৈতিক দল ও সংগঠন রাজধানীতে অবস্থান কর্মসূচি পালন করছে। এতে রাজপথে রাজনৈতিক উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগ বাড়ছে।
এর আগে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকার সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করছে এবং এই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, আজকের বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা, আন্দোলনের পরিস্থিতি এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে।
বৈঠকের সিদ্ধান্তগুলো দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছে রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাধারা/এসআর