ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

তাপপ্রবাহে অতিষ্ঠ দেশ, ৭২ ঘণ্টার জন্য বিশেষ সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ০৯, ২০২৫, ০২:৩৩ দুপুর  

ফাইল ছবি

গ্রীষ্মের শেষ প্রান্তে এসেও যেন তাপমাত্রার দাপট থামছে না। বৈশাখের বিদায়বেলায় দেশের বিভিন্ন অঞ্চলে প্রচণ্ড গরমের কবলে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এর মধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর নতুন করে তাপপ্রবাহ নিয়ে বিশেষ সতর্কতা জারি করেছে।

শুক্রবার (৯ মে) দুপুরে এক সতর্কবার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। শুধু তাই নয়, আজ (শুক্রবার) দুপুর ২টা থেকে শুরু করে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে দেশের কিছু এলাকায় তাপপ্রবাহ তীব্র রূপ নিতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, চলমান তাপপ্রবাহের কারণে দেশের দিন ও রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একইসঙ্গে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে সারাদেশেই আবহাওয়া শুষ্ক থাকবে বলে ধারণা করা হচ্ছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, নীলফামারি, রাজারহাট, ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, বান্দরবান, বরিশাল এবং পটুয়াখালী জেলার পাশাপাশি ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ শুধু অস্বস্তিকর পরিবেশই তৈরি করে না, বরং শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষদের জন্য এটি হতে পারে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি। এ সময় পর্যাপ্ত পানি পান, ছায়াযুক্ত স্থানে অবস্থান এবং সরাসরি রোদ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিশ্লেষকরা মনে করছেন, এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের তৎপরতা বাড়ানো জরুরি। বিশেষ করে কৃষি ও শ্রমজীবী মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শহরাঞ্চলে পর্যাপ্ত পানি সরবরাহ বজায় রাখা দরকার।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, প্রয়োজন অনুযায়ী পরবর্তী সময়ে আবারও হালনাগাদ সতর্কতা জারি করা হবে। এ জন্য জনসাধারণকে নিয়মিত আবহাওয়ার খোঁজ রাখতে অনুরোধ করা হয়েছে।

 

বাংলাধারা/এসআর