পুরোনো রাউটার ফেলবেন না, ঘরের ওয়াই-ফাই জোরদারে ব্যবহার করুন
প্রকাশিত: মে ১২, ২০২৫, ০২:২৮ দুপুর

ছবি: সংগৃহিত
আপনার বাসায় বা অফিসে নতুন, দ্রুতগতির রাউটার চলে এসেছে? পুরোনো রাউটারটি তাহলে কী করবেন- ফেলে দেবেন? থামুন! সেটা ফেলবেন না। কারণ একটু কৌশলী হলেই এই পুরোনো যন্ত্রটিই নতুনভাবে আপনাকে দারুণ সুবিধা দিতে পারে।
আমরা অনেকেই লক্ষ্য করেছি- যত উন্নত রাউটারই ব্যবহার করি না কেন, বাড়ির কিছু কোণ বা বারান্দায় ওয়াই-ফাই সিগনাল দুর্বল থাকে। সেখানেই কাজে লাগতে পারে আপনার পুরোনো রাউটার। সেটিকে রাউটার এক্সটেন্ডার বা ওয়াই-ফাই রিপিটার হিসেবে ব্যবহার করে বাড়তি কভারেজ পাওয়া যায় সহজেই।
কীভাবে কাজ করে ওয়াই-ফাই এক্সটেন্ডার?
একটি ওয়াই-ফাই এক্সটেন্ডার মূল রাউটারের সিগনাল কপি করে তা পুনরায় সম্প্রচার করে। এতে মূল রাউটারের আওতার বাইরে থাকা এলাকাতেও ইন্টারনেট পৌঁছে যায়। আর এই এক্সটেন্ডার হিসেবে আপনি ব্যবহার করতে পারেন আপনারই পুরোনো রাউটারটি।
পুরোনো রাউটার দিয়ে এক্সটেন্ডার বানানোর দুটি পদ্ধতি রয়েছে:
পদ্ধতি ১: ইন্টারনেট ক্যাবলের মাধ্যমে (ওয়্যারড সংযোগ)
এই পদ্ধতিতে মূল রাউটারের সঙ্গে একটি ইথারনেট ক্যাবলের মাধ্যমে পুরোনো রাউটারকে সংযুক্ত করতে হবে।
ধাপগুলো নিচে দেওয়া হলো:
- পুরোনো রাউটার রিসেট করুন: পেছনের ‘Reset’ বোতামটি কয়েক সেকেন্ড চেপে ধরলেই রিসেট হয়ে যাবে।
- ফার্মওয়্যার আপডেট করুন: নির্মাতা প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে রাউটারের ফার্মওয়্যার ডাউনলোড করে আপডেট করে নিন।
- ইথারনেট ক্যাবল সংযুক্ত করুন: ক্যাবলের এক প্রান্ত প্রধান রাউটারের LAN পোর্টে ও অপর প্রান্ত পুরোনো রাউটারের WAN পোর্টে সংযুক্ত করুন।
- রাউটার কনফিগার করুন: ল্যাপটপ বা ডেস্কটপ থেকে রাউটারে লগইন করতে হবে। এজন্য ওয়েব ব্রাউজারে গিয়ে রাউটারের পেছনে দেওয়া IP অ্যাড্রেস লিখে প্রবেশ করুন। এরপর লগইন তথ্য দিন (সাধারণত admin/admin অথবা রাউটারের পেছনে লেখা থাকে)।
- AP (Access Point) মোড চালু করুন: রাউটারের সেটিংস মেনু থেকে AP মোড নির্বাচন করুন এবং পরিবর্তনগুলো সেভ করুন।
এটি করলে আপনার রাউটারটি এক ধরনের ওয়্যার্ড এক্সটেন্ডার হিসেবে কাজ করবে। তবে এ জন্য অবশ্যই বাড়িতে বা অফিসে একটি ক্যাবল টানার ব্যবস্থা থাকতে হবে।
পদ্ধতি ২: রিপিটার মোডে সেটআপ (তারহীন বা ওয়্যারলেস পদ্ধতি)
যদি বাড়িতে ক্যাবল টানা সম্ভব না হয়, তাহলে পুরোনো রাউটারকে তারহীনভাবে ব্যবহার করতে পারেন— রিপিটার মোডে।
কাজের ধাপগুলো:
- রাউটার রিসেট করুন ও ফার্মওয়্যার আপডেট করে নিন।
- কম্পিউটারের মাধ্যমে রাউটারে লগইন করুন: রাউটারের পেছনে থাকা IP অ্যাড্রেস ব্রাউজারে টাইপ করে লগইন করুন।
- রিপিটার মোড চালু করুন: অপারেশন মোডে গিয়ে Repeater Mode নির্বাচন করুন।
- মূল ওয়াই-ফাই নেটওয়ার্ক বেছে নিন: আপনার মূল রাউটারের ওয়াই-ফাই খুঁজে বের করুন এবং এর সঙ্গে সংযোগ করুন (পাসওয়ার্ড দিতে হতে পারে)।
- এক্সটেন্ডার নেটওয়ার্কের নাম ও পাসওয়ার্ড ঠিক করুন: চাইলে আপনি আলাদা নাম ও পাসওয়ার্ড দিতে পারেন।
- পরিবর্তন সেভ করুন।
মনে রাখবেন, রিপিটার মোডে স্পিড কিছুটা কমে যেতে পারে। উদাহরণস্বরূপ, যদি মূল রাউটার ১০০ এমবিপিএস পর্যন্ত গতি দেয়, এক্সটেন্ডার নেটওয়ার্কে তা ৫০ এমবিপিএস-এ নামতে পারে।
আরও ভালো সমাধান চান? মেশ নেটওয়ার্ক চিন্তা করতে পারেন
যদি আপনি পুরো বাসা বা অফিসে একই গতির নেটওয়ার্ক চান, তবে মেশ রাউটার সিস্টেম একটি দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে। তবে এটি তুলনামূলক ব্যয়বহুল।
পুরোনো রাউটার যে এখন একেবারেই অকেজো- এমন ভাবার কিছু নেই। বরং সঠিকভাবে সেটআপ করলে এটি আপনার ইন্টারনেট ব্যবস্থাকে আরও কার্যকর করতে পারে। তাই ফেলে না দিয়ে প্রযুক্তির এই পুরোনো সঙ্গীকেই কাজে লাগান নতুন কৌশলে।
বাংলাধারা/এসআর