ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

পাসওয়ার্ড সুরক্ষিত কিনা, জানাবে এই চার টুল

বাংলাধারা রিপোর্ট:

 প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৯:৫০ সকাল  

ছবি: সংগৃহিত

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (টুইটার), লিংকডইন- সোশ্যাল মিডিয়ায় আমাদের উপস্থিতি এখন অনিবার্য। একাধিক প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট থাকার কারণে অনেকেই সব জায়গায় একই পাসওয়ার্ড ব্যবহার করেন। কিন্তু একবার সেই পাসওয়ার্ড কোনোভাবে হ্যাকারদের হাতে চলে গেলে ঝুঁকির মুখে পড়ে সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট।

বিশেষজ্ঞরা তাই বারবার সতর্ক করছেন শক্তপোক্ত ও আলাদা পাসওয়ার্ড ব্যবহারের বিষয়ে। কিন্তু প্রশ্ন হলো, আপনার পাসওয়ার্ড কি আদৌ সুরক্ষিত আছে? হ্যাকাররা কি ইতিমধ্যেই আপনার কোনো তথ্য চুরি করেছে?

এমন প্রশ্নের উত্তর দিতে সাহায্য করবে চারটি নির্ভরযোগ্য টুল। জেনে নিন কোন চারটি টুল ব্যবহার করে সহজেই বুঝতে পারবেন আপনার পাসওয়ার্ড কতটা নিরাপদ:

হ্যাভ আই বিন পনড
সাইবার নিরাপত্তার ক্ষেত্রে বহুল আলোচিত এই ওয়েবসাইট। এখানে গিয়ে নিজের ই-মেইল আইডি দিলে জানা যায়, আপনার কোনো অ্যাকাউন্টের তথ্য আগে কখনো ডেটা ব্রিচের শিকার হয়েছে কি না। নিজের পাসওয়ার্ড সরাসরি না দিয়েই দেখতে পারবেন, আপনার কোনো পাসওয়ার্ড ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে কি না।

গুগল ক্রোম পাসওয়ার্ড ম্যানেজার
গুগল অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত পাসওয়ার্ড ম্যানেজারটি আপনার সেভ করা পাসওয়ার্ডগুলো সুরক্ষিত আছে কি না, তা পরীক্ষা করে জানায়। কোনো পাসওয়ার্ড দুর্বল, বারবার ব্যবহৃত বা হ্যাক হওয়ার আশঙ্কা দেখা দিলে আপনাকে সতর্ক করে দেয় এই টুল। সেইসঙ্গে নিরাপদ পাসওয়ার্ড তৈরির পরামর্শও দেয় গুগল পাসওয়ার্ড ম্যানেজার।

মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর
উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য উপযোগী এই ফিচার। সোশ্যাল মিডিয়ায় বা অন্য কোনো সাইটে সেভ করা পাসওয়ার্ড হ্যাকারদের হাতে চলে গেছে কি না, তা জানিয়ে দেবে মাইক্রোসফট এজের পাসওয়ার্ড মনিটর। এতে ব্যবহারকারীর ডেটার সুরক্ষা বাড়ে অনেকাংশে।

গুগলের ডার্ক ওয়েব মনিটরিং
ডার্ক ওয়েবে আপনার ব্যক্তিগত তথ্য বিক্রি বা ছড়িয়ে পড়ছে কি না, তা জানতে গুগলের এই টুল খুবই কার্যকর। ই-মেইল, ফোন নম্বর বা পাসওয়ার্ডের মতো গুরুত্বপূর্ণ তথ্য ডার্ক ওয়েবে দেখা গেলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেয় গুগলের ডার্ক ওয়েব মনিটরিং টুল।

তাই এক পাসওয়ার্ড দিয়ে সব অ্যাকাউন্ট চালানো নয়, বরং নিয়মিত এসব টুল ব্যবহার করে দেখে নিন আপনার পাসওয়ার্ড কতটা নিরাপদ। সচেতন থাকুন, সাইবার ঝুঁকি এড়ান।


বাংলাধারা/এসআর