শক্তিশালী ভূমিকম্পের পর চিলির উপকূলে সুনামির আশঙ্কা, সতর্কতা জারি
প্রকাশিত: মে ০২, ২০২৫, ১১:৪০ রাত

ছবি: সংগৃহিত
দক্ষিণ আমেরিকার দক্ষিণাঞ্চলে আজ শুক্রবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর চিলির উপকূলজুড়ে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৪। কম্পনের উৎপত্তিস্থল ছিল ড্রেক প্যাসেজে- যা চিলির ক্যাপ হর্ন ও অ্যান্টার্কটিকার মধ্যবর্তী সাগরপথ। কম্পনের গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যা এটিকে আরও বেশি বিপজ্জনক করে তোলে।
ভূমিকম্পের পরপরই চিলির জাতীয় বিপর্যয় প্রতিরোধ সংস্থা (সেনাপ্রেড) মেগালেনেস অঞ্চলের উপকূলীয় এলাকাগুলো দ্রুত খালি করার নির্দেশ দেয়। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো সময় উপকূলে সুনামির ঢেউ আছড়ে পড়তে পারে। এ সতর্কতা পাওয়ার পরপরই স্থানীয়দের সরিয়ে নেওয়া শুরু হয়।
চিলির হাইড্রোগ্রাফিক অ্যান্ড ওশেনগ্রাফিক সার্ভিস (এসএইচওএ) এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে চিলির দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহর এবং অ্যান্টার্কটিকায় অবস্থিত চিলির ঘাঁটিগুলো সুনামির ঝুঁকিতে রয়েছে।
ইতোমধ্যে চিলির অ্যান্টার্কটিক ইনস্টিটিউট জানিয়েছে, সব ঘাঁটি খালি করে কর্মীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মেগালেনেস অঞ্চলে সুনামি সতর্কতামূলক সাইরেন বাজছে এবং স্থানীয় বাসিন্দারা শৃঙ্খলার সঙ্গে এলাকা ত্যাগ করছেন।
সুনামি সতর্কতা প্রদানকারী যুক্তরাষ্ট্রের সংস্থা এনওএএ জানিয়েছে, অ্যান্টার্কটিকায় ০.৩ মিটার উচ্চতার ঢেউ এবং চিলির মূল ভূখণ্ডে ১ থেকে ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।
চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (টুইটার)-এ দেওয়া এক পোস্টে জানিয়েছেন, “মেগালেনেস অঞ্চলের উপকূলীয় এলাকাগুলো থেকে জনগণকে সরিয়ে নেওয়া হচ্ছে। আমাদের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো- জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং কর্তৃপক্ষের নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করা।”
স্থানীয় প্রশাসন, সশস্ত্র বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থাগুলো যৌথভাবে উদ্ধার ও সরিয়ে নেওয়ার কাজ পরিচালনা করছে। চিলির জনগণকেও ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, চিলি ভূমিকম্পপ্রবণ অঞ্চল হিসেবে পরিচিত এবং অতীতে একাধিক প্রাণঘাতী ভূমিকম্প ও সুনামির অভিজ্ঞতা রয়েছে দেশটির।
বাংলাধারা/এসআর