ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

আ.লীগ নিষিদ্ধ না হলে শাহবাগ ছাড়বে না আন্দোলনকারীরা

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ০৯, ২০২৫, ১১:৩৪ রাত  

ছবি: সংগৃহিত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে শুক্রবার বিকেল থেকে রাত পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তাঁরা বলছেন, দলটিকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তাঁরা সড়ক ছাড়বেন না।

বিকেল পৌনে পাঁচটার দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ শাহবাগ ব্লকেডের ঘোষণা দেন। এর পরপরই ফোয়ারা চত্বর থেকে মিছিল নিয়ে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেয়।

সন্ধ্যার পর শাহবাগ মোড়ে সরেজমিন দেখা যায়, আন্দোলনকারীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে অবস্থান করছেন। তাঁদের হাতে জাতীয় পতাকা, পোস্টার এবং ব্যানার- সবখানেই একটি বার্তা: ‘আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।’

আন্দোলনকারীদের মধ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী ছাত্রশিবির, খেলাফত মজলিস, ইসলামী ঐক্যজোট, খেলাফত আন্দোলনসহ একাধিক দলের নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। এমনকি নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের সাবেক নেতৃত্বে থাকা আলোচিত মুফতি জসিম উদ্দিন রাহমানীর অনুসারীরাও উপস্থিত ছিলেন।

রাত ৯টার দিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত আমরা শাহবাগ ছাড়ছি না। শাহবাগেই আওয়ামী লীগের কবর খুঁড়ব।’

তিনি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘ইন্টারিম সরকার দেরি করলে শুধু শাহবাগ নয়, সারা বাংলায় ব্লকেড দেয়া হবে।’ এ সময় তিনি ‘জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র’ প্রকাশের দাবিও জানান।

আন্দোলনে অংশ নেন জুলাই গণ-অভ্যুত্থানে নিহত মাহমুদুর রহমান খান সোহেলের স্ত্রী মরিয়ম খানম। তিনি বলেন, ‘৫ আগস্টের পর এত দিন হয়ে গেল, এখনো আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি কেন? কেন বারবার আমাদের রাস্তায় নামতে হচ্ছে?’

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন গণমাধ্যমকে বলেন, ‘আমরা এখানে কোনো দলের পক্ষ থেকে আসিনি, এসেছি সাধারণ মানুষ হিসেবে। আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে।’
হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মুফতি আজিজুল হক ইসলামাবাদী বলেন, ‘বাংলার মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেয়া যাবে না।’

এর আগে বৃহস্পতিবার রাত থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেয় এনসিপি ও শরিকরা। দাবি ছিল আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক নিষেধাজ্ঞা নিশ্চিত করতে রোডম্যাপ ঘোষণা।
আজ শুক্রবার জুমার নামাজের পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ফোয়ারার সামনে জমায়েত হয় আন্দোলনকারীরা। সেখান থেকেই ঘোষণা আসে শাহবাগ মোড় অবরোধের।

আন্দোলনকারীরা স্পষ্ট করে দিয়েছেন- সরকার যদি দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, তবে আন্দোলন আরও ছড়িয়ে পড়বে। শাহবাগ থেকে শুরু হওয়া এই প্রতীকী অবরোধ কতদূর গড়াবে, সেটিই এখন দেখার বিষয়।

বাংলাধারা/এসআর