ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বুদ্ধপূর্ণিমায় বন্ধ বাংলাবান্ধা স্থলবন্দরের পণ্য আমদানি-রপ্তানি, যাত্রী চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

 প্রকাশিত: মে ১১, ২০২৫, ১১:৪৭ দুপুর  

ফাইল ছবি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বুদ্ধপূর্ণিমার সরকারি ছুটির কারণে একদিনের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী চলাচল যথারীতি স্বাভাবিক রয়েছে।

রোববার (১১ মে) এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন। তিনি জানান, “বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আজ (রোববার) সরকারি ছুটি থাকায় স্থলবন্দরের মাধ্যমে কোনো ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম হচ্ছে না। তবে আগামীকাল সোমবার (১২ মে) সকাল থেকে আবারও স্বাভাবিকভাবে বন্দরের কার্যক্রম চালু হবে।”

বাংলাবান্ধা স্থলবন্দর দেশের একমাত্র চারদেশীয় বন্দর, যার মাধ্যমে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের মধ্যে বাণিজ্য কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এ কারণে বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ক্ষণিকের জন্য হলেও আঞ্চলিক বাণিজ্যে প্রভাব পড়ছে।

এ বিষয়ে বাংলাবান্ধা চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ কবির বলেন, “আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বাংলাদেশ ও ভারতের ইমিগ্রেশন কার্যক্রম চালু রয়েছে। ফলে যাত্রীরা যথারীতি পারাপার করতে পারছেন।”

বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, এ ধরনের ধর্মীয় ছুটিতে বন্দর কার্যক্রম বন্ধ থাকাটা নিয়মিত বিষয়, এবং এতে সাময়িক কিছু অসুবিধা হলেও নিয়মিত কার্যক্রমে তেমন বড় প্রভাব পড়ে না।

বাংলাধারা/এসআর