ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

বর্তমান বাজেট জনবান্ধব নয়, অর্থনীতিকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ

বাংলাধারা রিপোর্ট:

 প্রকাশিত: জুন ০৪, ২০২৫, ০১:২৭ দুপুর  

ছবি: বাংলাধারা

ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেছেন, “যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, সে সরকারের প্রণীত বাজেট কখনও জনগণের কল্যাণে হতে পারে না। সরকার, রাষ্ট্র ও অর্থনীতি যদি প্রকৃত অর্থে জনবান্ধব না হয়, তাহলে বাজেটের কিছু লাইন অর্থনীতিকে গতিশীল করতে পারে না। বাস্তব অর্থনীতিকে সচল রাখাই আসল চ্যালেঞ্জ।”

দৈনিক বাংলাধারা-কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, "আজ দেশের অর্থনীতি ভয়াবহ সংকটে পড়েছে। দেশে বিনিয়োগ নেই। কারণ, রাজনৈতিক স্থিতিশীলতা এবং বৈধ সরকারের অনুপস্থিতি বিনিয়োগের প্রধান অন্তরায়। নির্বাচিত সরকার ছাড়া দেশের ভেতরে বা বাইরে থেকে কেউ বিনিয়োগে আগ্রহী হয় না।"

তিনি আরও বলেন, “এই প্রেক্ষাপটে ঘোষিত বাজেট একেবারেই জনবান্ধব নয় বরং এই বাজেট বাস্তবতার সঙ্গে দূরতম সম্পর্কও রাখে না। এটি সাধারণ মানুষের জীবনকে আরও কষ্টসাধ্য করে তুলবে এবং সামগ্রিকভাবে অর্থনীতিকে আরও দুর্বল করে ফেলবে।”

ডিসেম্বরের মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবিতে আল্লামা ইমাম হায়াত বলেন, “দেশে এখন রাজনৈতিক নিপীড়ন চলছে। রাষ্ট্রব্যবস্থা দলীয়করণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। ধর্মের নামে অধর্ম এবং উগ্র সাম্প্রদায়িক শক্তির প্রভাব বাড়ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। জনগণের নিরাপত্তা নেই, ভবিষ্যৎ অনিশ্চিত। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হচ্ছে একটি নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা।”

নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি জানান, “আমরা প্রস্তুত আছি। যদি নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকে, সরকার কোনো প্রকার পক্ষপাতিত্ব না করে এবং প্রহসনের মাধ্যমে কোনো দলকে আবার ক্ষমতায় বসানোর চেষ্টা না করে- তাহলে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে।”

আল্লামা ইমাম হায়াত জোর দিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি, এই দেশকে একটি মানবিক, ন্যায়ভিত্তিক এবং ধর্মীয় সহাবস্থানে বিশ্বাসী নতুন রাজনৈতিক ধারার প্রয়োজন আছে। এই নতুন রাজনৈতিক সংস্কৃতি কেবল ইনসানিয়াত বিপ্লবই প্রতিষ্ঠা করতে পারে। আমরা স্বপ্ন দেখি একটি ইনসানিয়াত-ভিত্তিক বাংলাদেশ গঠনের, যেখানে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে, সমাজ হবে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে পরিচালিত।”

 


বাংলাধারা/এসআর