জামায়াতকে দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দিচ্ছে নির্বাচন কমিশন
প্রকাশিত: জুন ০৪, ২০২৫, ১০:০৪ রাত

ফাইল ছবি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ও দলীয় প্রতীক ‘দাঁড়িপাল্লা’ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৪ জুন) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত কমিশনের ষষ্ঠ সভা শেষে এ তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
তিনি জানান, সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ ও আইনি দিক বিবেচনায় রেখে জামায়াতকে দলীয় প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নিবন্ধন ফিরিয়ে দেওয়ার প্রেক্ষাপট ব্যাখ্যা করে কমিশনার বলেন, ‘২০০৮ সালে একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জামায়াতকে দলীয় প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়েছিল। আরপিও অনুযায়ী, কোনো প্রতীক একবার কোনো দলকে বরাদ্দ দেওয়া হলে তা সেই দলের জন্য সংরক্ষিত থাকে। সেই বিবেচনায় জামায়াত এবার প্রতীকসহ নিবন্ধন পাবে।’
তিনি আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচন ঘিরে আপিল বিভাগের পর্যবেক্ষণও আমরা গভীরভাবে পর্যালোচনা করেছি। এ বিষয়ে যেসব রেফারেন্স ছিল, তাও খতিয়ে দেখা হয়েছে। আমাদের কাছে মনে হয়েছে, গেজেট প্রকাশের মধ্য দিয়ে নির্বাচন কমিশন তার সাংবিধানিক দায়িত্ব পালন করেছে।’
এ সিদ্ধান্তের ফলে জামায়াতে ইসলামী আবারও বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় দলীয় প্রতীক নিয়ে অংশগ্রহণের সুযোগ পাচ্ছে। তবে এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্ক ও আলোচনার জন্ম দিতে পারে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের।
বাংলাধারা/এসআর