ঢাকা, মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

ভারত-পাকিস্তান সীমান্তে আবার উত্তেজনা: যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: মে ১১, ২০২৫, ১১:১০ দুপুর  

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির পরও ভারত ও পাকিস্তানের সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। চুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দুই দেশ একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এতে করে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে উত্তেজনা ফের চরমে উঠেছে।

রোববার (১১ মে) পাকিস্তান ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া বিবৃতি ও সংবাদমাধ্যম আল জাজিরা এবং দ্য নিউজ ইন্টারন্যাশনালের খবরে এমন তথ্য উঠে এসেছে।

প্রসঙ্গত, ৪৮ ঘণ্টার টানা কূটনৈতিক প্রচেষ্টার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণায় এ যুদ্ধবিরতি কার্যকর হয়। পরে দুই দেশই আনুষ্ঠানিকভাবে অস্ত্রবিরতির কথা জানায়।

তবে চুক্তির পরপরই নতুন করে গোলাগুলির অভিযোগ তোলে ভারত। দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি গভীর রাতে এক জরুরি সংবাদ সম্মেলনে বলেন, “যুদ্ধবিরতির কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তানি বাহিনী ফের গোলাগুলি শুরু করে, যা অত্যন্ত নিন্দনীয়। এর জন্য সম্পূর্ণভাবে পাকিস্তান দায়ী।” তিনি জানান, ভারতীয় সেনাবাহিনীও পাল্টা জবাব দিচ্ছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

ভারতের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা চুক্তি বাস্তবায়নে “পূর্ণ নিষ্ঠার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ।” একইসঙ্গে দেশটি ভারতকেও যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য দায়ী করে। বিবৃতিতে বলা হয়, “পাকিস্তানি বাহিনী দায়িত্বশীল ও সংযম প্রদর্শন করে পরিস্থিতি মোকাবিলা করছে।”

পাকিস্তান আরও বলেছে, যুদ্ধবিরতি সফলভাবে কার্যকর করতে হলে দুই পক্ষের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সীমান্তে অবস্থানরত সেনাদের সংযম থাকা জরুরি।

বিশ্লেষকরা বলছেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের আস্থাহীনতার কারণে যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়ছে। আন্তর্জাতিক মহল দুই পক্ষকেই সংযম দেখানোর আহ্বান জানিয়েছে এবং সংকট নিরসনে কূটনৈতিক সংলাপ অব্যাহত রাখার তাগিদ দিয়েছে।


বাংলাধারা/এসআর