নগরভবনের সামনে স্লোগান-মিছিল, ‘জনতার মেয়র’ ইশরাকের অনুসারীদের জমায়েত
প্রকাশিত: মে ১৭, ২০২৫, ১২:১২ দুপুর

ছবি: সংগৃহিত
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রের দায়িত্ব বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের হাতে তুলে দেওয়ার দাবিতে শনিবার (১৭ মে) সকাল থেকে নগরভবনের সামনে জড়ো হন তার শত শত অনুসারী। ঢাকাবাসী ব্যানারে আয়োজিত এই কর্মসূচির অংশ হিসেবে তারা স্লোগান, মিছিল আর প্ল্যাকার্ড নিয়ে অবস্থান নেন নগর ভবনের মূল ফটকের সামনে।
‘লং মার্চ টু সচিবালয়’ কর্মসূচির ঘোষণা আগে থেকেই ছিল। তবে আজকের কর্মসূচি ছিল মূলত এই আন্দোলনের ধারাবাহিকতা। সকাল থেকে গুলিস্তান এলাকায় ইশরাকের অনুসারীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন নগরভবনের সামনে। মূল ফটক বন্ধ থাকায় তারা বাইরে অবস্থান নিয়ে নানা স্লোগানে মুখর করে তোলেন এলাকাটি।
"শপথ নিয়ে তালবাহানা, চলবে না চলবে না", "অবিলম্বে ইশরাক হোসেনের শপথ চাই", "জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই"—এমন স্লোগান দিতে দিতে আন্দোলনকারীরা জানান, গণরায়ের প্রতি অবহেলা করলে তা সহজে মেনে নেওয়া হবে না।
ইশরাকের অনুসারীরা বলেন, ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে যখন আদালত তাকে বৈধ মেয়র ঘোষণা করেছে, তখন প্রশাসনিক জটিলতা দেখিয়ে শপথ অনুষ্ঠান আটকে রাখা সম্পূর্ণ অযৌক্তিক। তারা অবিলম্বে গেজেট প্রকাশ ও শপথ গ্রহণের তারিখ ঘোষণার দাবি জানান।
২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রায় পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হন। তবে নির্বাচন পরবর্তী নানা অনিয়মের অভিযোগে মামলার পর গত ২৭ মার্চ ট্রাইব্যুনাল ওই নির্বাচনের ফলাফল বাতিল করে ইশরাক হোসেনকে বৈধ মেয়র ঘোষণা করে। এরপর নির্বাচন কমিশন (ইসি) রায়ের কপি হাতে পেয়ে ২২ এপ্রিল গেজেট প্রকাশের জন্য আইন মন্ত্রণালয়ের মতামত চায়।
এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো নগরভবনের সামনেই অবস্থান কর্মসূচি পালন করেছিলেন আন্দোলনকারীরা। সেদিনই তারা ঘোষণা দেন, শনিবার আবারো একই স্থানে কর্মসূচি পালন করবেন। সেই ঘোষণা মোতাবেক আজকের জমায়েত ছিল পূর্বনির্ধারিত এবং পরিকল্পিত।
নগর ভবনের সামনে থাকা আন্দোলনকারীদের অনেকেই জানান, “এই শহরের নাগরিক হিসেবে আমরা আদালতের রায় কার্যকর দেখতে চাই। ঢাকাবাসীর রায় উপেক্ষা করে আর কালক্ষেপণ চলবে না।”
নগর ভবনের সামনে আজকের এই জমায়েত শুধু রাজনৈতিক কোনো কৌশল নয়, এটি এক ধরনের প্রতীকী প্রতিবাদও। আদালতের রায়কে সম্মান জানিয়ে যথাসময়ে গেজেট প্রকাশ ও শপথ অনুষ্ঠান না হলে আগামী দিনে আরো বড় কর্মসূচি আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আন্দোলনকারীরা।
বাংলাধারা/এসআর