ঢাকা, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

দাম কমলো এলপি গ্যাসের: ভোক্তাদের জন্য স্বস্তির খবর

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: জুন ০২, ২০২৫, ০৫:২৪ বিকাল  

ফাইল ছবি

জুন মাসের জন্য ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) সিলিন্ডারের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

সোমবার (২ জুন) বিইআরসি থেকে জানানো হয়, ১২ কেজির একটি এলপি গ্যাস সিলিন্ডারের নতুন খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৪০৩ টাকা। যা পূর্বের নির্ধারিত মূল্য ১ হাজার ৪৩১ টাকা থেকে ২৮ টাকা কম। নতুন এই দাম ১ জুন ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

এছাড়া, এলপি গ্যাসের পাশাপাশি কমেছে পরিবহন ও গাড়ির জ্বালানি হিসেবে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ পয়সা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৬৪ টাকা ৩০ পয়সা। এটিও ১ জুন থেকে কার্যকর।

এর আগেও গত কয়েক মাসে এলপি গ্যাসের দামে ওঠানামা দেখা গেছে।

  • গত ৪ মে, ১২ কেজি সিলিন্ডারের দাম ১৯ টাকা কমিয়ে ১ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছিল।
  • ৬ এপ্রিল বিইআরসি মূল্য অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়।
  • ৩ মার্চ দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়েছিল।
  • তারও আগে, ফেব্রুয়ারিতে দাম ১৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৮ টাকা নির্ধারণ করা হয়েছিল।

ব্যবসায়ী ও সাধারণ ভোক্তারা মনে করছেন, বিশ্ববাজারে মূল্য সামান্য কমার প্রভাব এবং ডলারের দর কিছুটা স্থিতিশীল থাকার কারণে দেশে এলপি গ্যাসের দামে এ পরিবর্তন এসেছে।

গ্যাসের দামে এমন ধারাবাহিক পরিবর্তন ভোক্তাদের জন্য যেমন তাৎক্ষণিক স্বস্তির কারণ, তেমনি বাজারে স্থিতিশীলতার দিকটিও নজরে রাখা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা।


বাংলাধারা/এসআর